স্থানীয় সংবাদ

মোল্লাহাটে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গরীবের খাদ্য সামগ্রি আত্মসাতের অভিযোগ

অভিযোগ অনুযায়ী উপজেলা প্রশাসন গভীর রাতে অভিযান চালিয়ে একটি দোকানে লুকিয়ে রাখা ১৯ বস্তা খাদ্যসহ সরকারী চাল উদ্ধার করেছে

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় আওয়ামী লীগ দলীয় একজন ইউপি চেয়াররম্যানের বিরুদ্ধে পবিত্র ঈদ উপলক্ষ্যে গরীবদের জন্য সরকারীভাবে বরাদ্দকৃত চালসহ খাদ্য সামগ্রি আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী উপজেলা প্রশাসন গভীর রাতে অভিযান চালিয়ে একটি দোকানে লুকিয়ে রাখা ১৯ বস্তা খাদ্যসহ সরকারী চাল উদ্ধার করেছে। উপজেলার কোদালিয়া ইউপির আওয়ামী মনোনীত ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম ওই চাল চুরি করে দোকানে লুকিয়ে রেখেছিল বলে অভিযোগ। পবিত্র ঈদের আগের দিনগত বুধবার রাতে কোদালিয়া ইউনিয়নের সরসপুর বাজারের জনৈক ইসমাইলের দোকানের গোডাউন থেকে এ চাল (খাদ্য সামগ্রী) উদ্ধার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন সরকার। স্থানীয়রা জানান, কোদালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম ও ইউপি সদস্য আকাশ সরকারের দেয়া এই চাল দরিদ্র পরিবারকে না দিয়ে কালো বাজারে বিক্রি করার উদ্দেশ্যে দোকানের গোডাউনে লুকিয়ে রেখেছিল এবং তা ধরা পড়েছে। এ ঘটনার যথাযথ বিচার দাবী করেন এলাকাবাসী। উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন সরকার বলেন, ঈদুল-ফিতর উপলক্ষে দরিদ্রদের জন্য বিশেষ বরাদ্দকৃত খাদ্য সামগ্রী কালো বাজারে বিক্রি করার উদ্দেশ্যে ইসমাইল হোসেন শেখ নামের এক ব্যবসায়ী মজুদ করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দোকানের গোডাউন থেকে ১৯ বস্তা খাদ্য সামগ্রী উদ্ধার করা হয়েছে। দুই দিন আগে কোদালিয়া ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলামের কাছে বরাদ্দকৃত খাদ্য সামগ্রী হস্তান্তর করা হয়েছিল। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বলেন, চালগুলো ঈদের দিন দেওয়ার জন্য ওই দোকানে মজুদ করা হয়েছিল। তবে ঈদের আগে কেন চালগুলো বিতরণ করা হয়নি, সে বিষয়ে কোন কথা বলতে রাজি হয়নি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button