স্থানীয় সংবাদ

খুলনার প্রবীণ সাংবাদিক গোলাম মোস্তফা সিন্দাইনী আর নেই

স্টাফ রিপোর্টারঃ খুলনার আঞ্চলিক ইতিহাসবিদ, লোকগবেষক, দৈনিক পূর্বাঞ্চল মফস্বল ও সাহিত্যিক সম্পাদক অধ্যাপক গোলাম মোস্তফা সিন্দাইনী (৭৮) আর নেই। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে হাজী মহসিন রোডস্থ নিজ বাসায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, বাদ আসর আলিয়া মাদরাসা প্রাঙ্গণে জানাজা শেষে টুটপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়। সাংবাদিক গোলাম মোস্তফা সিন্দাইনী কর্মজীবনে খুলনা আলিয়া কামিল মাদরাসার বাংলা বিভাগের প্রধান ছিলেন। এছাড়া তিনি খুলনা প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সদস্য ছিলেন। কবিতা ও সাহিত্য চর্চার পাশাপাশি তিনি খুলনা অঞ্চলের ইতিহাস ঐতিহ্যর তুখোড় একজন লেখক ছিলেন। তার লেখা আঞ্চলিক ইতিহাসসহ সাহিত্যের অনেক গ্রন্থ রয়েছে। মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সাহিত্য-সামাজিক সংগঠনের নেতারা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button