স্থানীয় সংবাদ

ইসলামী ছাত্র আন্দোলন খুলনা জেলার অভিভাবক সম্মাননা

খবর বিজ্ঞপ্তি : ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার উদ্যোগে গতকাল রবিবার (১৯ এপ্রিল) সকাল ৯টায় জেলা কার্যালয়ে ইসলামী ছাত্র আন্দোলন খুলনা জেলা সভাপতি মুহাম্মদ ফরহাদ মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রফিকুল ইসলাম এর সঞ্চালনায় এবং কওমি মাদ্রাসা সম্পাদক মুহাম্মদ নাঈম গোলদার এর কুরআন তিলাওয়াতের মাধ্যমে অভিভাবক সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সভাপতি অধ্যাপক মাও: আব্দুল্লাহ ইমরান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র রুখতে ছাত্র আন্দোলনকে এগিয়ে আসতে হবে। ছাত্র আন্দোলনকে এগিয়ে নিতে দায়িত্বশীলদের অভিবাবকদের ভুমিকা অপরিসীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সেক্রেটারী হাফেজ আসাদুল্লাহ আল গালীব, এস এম হাদিসুর রহমান তুষার, মাওলানা হারুন অর রশিদ, মুহাম্মদ আবু রায়হান। আরও উপস্থিত ছিলেন, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার দায়িত্বশীলদের অভিবাবকবৃন্দ। তাদের অন্যতম মোঃ আব্দুল কাইয়ুম মোল্লা, মোঃ শাহিন শেখ, মোহাম্মদ ওবায়দুল্লাহ শেখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ নাঈমুল ইসলাম, মো: রফিকুল ইসলাম, মোঃ শরিফুল ইসলাম , মোঃ হাবিবুল্লাহ , মোঃসাইদুল ইসলাম, মহিবুল্লাহ হাওলাদার সোহান, মোঃ আব্দুল আলিম, মো:শাহরিয়ার নয়ন, মো: মাসুম বিল্লাহ, মো: আবু নাঈম গোলদার, মো: মইন ঊদ্দীন, মো: মীর রেস্তাদুল, মো: আরফাত জামিল, মো: হাসিবুর রহমান পান্নু সহ প্রমুখ নেতৃবৃন্দ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button