স্থানীয় সংবাদ

মুরগীর ডিম-মাংস-দুধের পাইকারী বাজার স্থাপনের দাবী

প্রাণিসম্পদ সেবা সপ্তাহে

খবর বিজ্ঞপ্তি ঃ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ‘প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪’ উদ্বোধন কালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সম্ভাবনাময় এ খাতগুলোতে বেসরকারি প্রতিষ্ঠানকে আরও এগিয়ে আসতে হবে। সে লক্ষ্যে বাজার ব্যবস্থাপনায় উৎপাদক ও ভোক্তার কল্যাণে পাইকারী ডিম, মাংস ও দুধের বজার স্থাপন এখন সময়ের দাবী। এখানে সরকারের উদ্যোগে প্রকল্প তৈরি ও বাস্তবায়নে বেসরকারি উদ্যোক্তরা ব্যাপকভাবে ভূমিকা রাখবে বলে আশা করা যায়। সেবা সপ্তাহ উপলক্ষে এক আলোচনায় বিপিআইএফ-এর খুলনা বিভাগীয় শাখা ও খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতির কার্যালয়ে আজ বিকেলে এভাবে কথাগুলো বলে এক বিবৃতিতে দ্রুত পাইকারী বাজার স্থাপনের জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী, কেসিসি’র মেয়র ও খুলনা-২ আসনের সংসদ সদস্যের পদক্ষেপ গ্রহণের দাবী জানান খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতির পক্ষে সভাপতি আলহাজ্ব মাওঃ ইব্রাহিম ফয়জুল্লাহ এবং কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও খুলনার মহাসচিব প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button