মহেশ্বরপাশায় কাউন্সিলর কাপ কেরাম ফাইনাল খেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার ঃ মহেশ্বরপাশা জিয়া কলেজ প্রাঙ্গনে শুক্রবার রাতে ১নং ওয়ার্ড কাউন্সিলর কাপ কেরাম প্রযোগিতার ফাইনাল খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে কেরাম খেলার উদ্বোধন করেন দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি ও বিজেএ’র সাবেক চেয়ারম্যান শেখ সৈয়দ আলী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ১নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহাদাত মিনা। বিশেষ অতিথি ছিলেন ৩নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর মাকসুদ হাসান পিকু, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু জাফর হাওলাদার, সাংবাদিক এম রুহুল আমিন। খেলার আযোজক ছিলেন ১নং ওয়ার্ড যুব ও ক্রিয়া সম্পাদক গিয়াস উদ্দিন বাবু ও যুবলীগ নেতা রাজা মিনা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইশতিয়াক নান্নু ও মানিকুর রহমান মানিক। এ সময় আর ও উপস্থিত ছিলেন আলাউদ্দিনের আলো সরদার, শাহ আলম মিনা, এস এম কামরুল হাসান, আরিফ হোসেন, আহাদাত মিনা, শহিদুল ইসলাম, সুমন আল মামুন,আসাদুজ্জামান সুমন সহ অংশগ্রহণকারী সকল সদস্যগণ। কেরাম প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল রিগান একাদশ ও রানার্স আপ কবির একাদশ। বিজয় দের মাঝে দুপক্ষকে দুটি খাসি ছাগল পুরস্কার দেয়া হয়। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, খেলাধুলার করলে মানুষের মন ও শরীর সুস্থ থাকে। খেলাধুলা মানুষকে বিভিন্ন অপকর্ম ও মাদক থেকে দূরে রাখে। আগামীতে আমরা আরও বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করব।