খুলনা হাজ্বী কল্যাণ ফাউন্ডেশন ১৮ মে হজ্ব প্রশিক্ষণ কর্মশালা

খবর বিজ্ঞপ্তি : ১৮ এপ্রিল বাদ আসর খুলনার ৮৭ নং সাউথ সেন্ট্রাল রোডস্থ খুলনা হাজ্বী কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট আব্দুল মালেকের সভাপতিত্বে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত অনুযায়ী বিগত বছর গুলোর ন্যায় এই বছরের হজ্ব যাত্রীদে কে খুলনা হাজ্বী কল্যাণ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আগামী ১৮ মে শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খুলনা জেলা আইনজীবী সমিতির মিলায়তনে ফ্রি রেজিস্ট্রশন চলিত সনের হজ্বযাত্রীদের হজ্বের নিয়ম কানুন এবং হজ্বের অনুষ্ঠানিক সম্পর্কে দিন ব্যাপি প্রশিক্ষন প্রদান করার আয়োজন করা হয়েছে। এই হজ্ব প্রশিক্ষনে যারা অংশগ্রহন করতে ইচ্ছুক আগামী ২১ এপ্রিল হতে ১৩ মে সোমবারের মধ্যে খুলনার ৮৭ নং সাউথ সেন্ট্রাল রোডস্থ (৪ তলা) নিজস্ব ভবনে উপস্থিত হয়ে স্ব স্ব নাম রেজিস্ট্রশন করে ফুড কুপন সংগ্রহ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। প্রয়োজন বোধে নি¤œবর্ণিত মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট আব্দুল মালেক ০১৭১১-৯৫০৪৮৬, নির্বাহী পরিচালক আলহাজ্ব শেখ মুহাম্মদ সাহেব আলি ০১৮১৯- ৫৩১৮২০, পরিচালক আলহাজ্ব কে এম রহমত আলী ০১৯৮১-২৯৮০৬৫, মোঃ সাকিব আফতাব সুজন ০১৭২৬-৭২৮৬৮৮