আমাদের সমৃদ্ধ সংস্কৃতির উন্নয়নমূলক কাজের মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে : সিটি মেয়র

থিয়েটার ফর কমিউনিকেশন এন্ড কমিউনিটি এঙ্গেজমেন্ট প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
স্টাফ রিপোর্টার ঃ খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, আমাদের সংস্কৃতি খুবই সমৃদ্ধ। এই সংস্কৃতিকে উন্নয়নমূলক কাজে ব্যবহারের মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। তিনি বলেন ব্যাপক প্রচারণার মাধ্যমে উন্নয়ন বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করা দরকার। বিশেষ করে জনবসতিপূর্ণ এলাকায় উন্নয়মূলক কাজ পরিচালনা করলে সেটি অধিকতর ফলপ্রসূ হয়। সেজন্য উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের ক্ষেত্রে ঘনবসতিপূর্ণ এলাকা বেছে নেয়া প্রয়োজন। সিটি মেয়র রবিবার বেলা ১১টায় নগরীর সিএসএস আভা সেন্টারে আয়োজিত ‘‘থিয়েটার ফর কমিউনিকেশন এন্ড কমিউনিটি এঙ্গেজমেন্ট (আরসিসিই)’’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ইউনিসেফ এর সহযোগিতায় খুলনা সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ পাঁচ দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে। প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র আরো বলেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সিটি কর্পোরেশন মানুষের সেবা দিয়ে যাচ্ছে। পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে কেসিসি কর্তৃপক্ষ অঙ্গীকারবদ্ধ। এছাড়া নগরবাসীকে যথাযথ সেবাদানের মাধ্যমে একটি সুন্দর নগরী গড়ে তুলতে কেসিসি কর্তৃপক্ষ কাজ করছে। এ লক্ষ্য সফল করতে নগরবাসীরও সার্বিক সহযোগিতা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম-এর সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কেসিসি’র প্রধান রাজস্ব কর্মকর্তা সানজিদা বেগম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম ও ইউনিসেফ-খুলনা বিভাগীয় কার্যালয়ের চীফ অব ফিল্ড কাওসার হোসেন। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নাট্যকার মাসুম রেজা ও অয়ন চৌধুরী। কেসিসি’র স্বাস্থ্যকর্মী ও নাট্যকর্মীগণ কর্মশালায় অংশগ্রহণ করছেন।