স্থানীয় সংবাদ

বাগেরহাটে পুলিশ কনস্টেবল গ্রেফতার

আদালতে পর্নোগ্রাফী আইনে মামলা

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাট সদর মডেল থানায় কর্মরত আল আমীন শেখ (৩০) নামের একজন পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে পর্নোগ্রাফী আইনে আদালতে মামলা করেছেন প্রতারিত হওয়া একজন কলেজ ছাত্রী। আদালতের নির্দেশে সদর মডেল থানা পুলিশ আল আমীন কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। গ্রেফতার হওয়া পুলিশ কনস্টেবল আল-আমীন খুলনা তেরখাদা এলাকার মোজাফফর শেখের ছেলে। বাগেরহাট জেলার কচুয়া উপজেলার বাসিন্দা ওই কলেজ ছাত্রী গত রবিবার বাগেরহাট অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ৩৮৩ বাঃদঃবিঃ তৎসহ ২০১২ সালের পর্নোগ্রাফী নিয়ন্ত্রন আইনের ৮(১)(২)(৩) ধারায় মামলা করেন। আদালতের বিঞ্জ বিচারক অভিযোগ আমলে নিয়ে আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করলে সোমবার তাকে গ্রেফতার করা হয়। আদালত সুত্র ও মামলার সংক্ষিপ্ত বিবারনে প্রকাশ, ভিকটিম পরিবারের একটি মামলা সংক্রান্ত বিষয়ে আদালতে আসা যাওয়ার সুবাধে বাগেরহাট সদর মডেল থানায় কর্মরত পুলিশ কনস্টেবল আল-আমীনের সাথে ভিকটিমের প্রেমের সম্পর্ক হয়। আর এই প্রেমের সম্পর্ক ধরে গত ০৯ মার্চ বেলা ১১ টার দিকে বাগেরহাট বাসষ্ট্যান্ড সংলগ্ন আবাসিক হোটেল আল-আমীনের একটি কক্ষে একজন মাওলানার উপস্থিতি বিবাহের কাগজপত্র স্বাক্ষর করে কতিথ বিবাহ সম্পন্ন হওয়ার ঘোষনা দিয়ে পুলিশ কনস্টেবল আল আমীন ভিকটিমের সাথে স্বামী-স্ত্রী হিসাবে মেলা-মেশা করে। এক পর্যায়ে তা মোবাইল ফোনে ভিডিও ধারন করে। পরবর্ত্তিতে ভিকটিম শ^শুর বাড়ীতে যাওয়ার কথা বললে আসামী আল- আমীন নানা তাল বাহানা করে এবং বলে দেয় কোন বিবাহ হয় নাই। এমন কি ভিডিও ধারন করা দৃশ্য মোবাইলে প্রচার করে আল-আমীন। উপায়ন্তর না পেয়ে স্থানীয়ভাবে জানিয়ে ভিকটিম প্রথমে বাগেরহাট সদর মডেল থানায় মামলা করতে আসলে আসামী পুলিশ হওয়ায় থানা পুলিশ ভিকটিমের অভিযোগ গ্রহন করে নাই বলে ভিকটিম জানায়। অবশেষে ভিকটিম আদালতে মামলা করেন। এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ওসি মোঃ সাইদুর রহমান বলেন, আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানা আসায় আল আমীন কে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button