স্থানীয় সংবাদ

আবুনাসের হাসপাতাল সংলগ্ন গোয়ালখালী প্রধান সড়কের ড্রেনে ময়লা আবর্জনার স্তুপ

দুর্গন্ধ আর মশার উপদ্রব্য বাড়ছে

স্টাফ রিপোর্টার ঃ কেসিসির ৯নং ওয়ার্ডের আওতাধীন শহীদ শেখ আবু নাসের হাসপাতাল সংলগ্ন গোয়ালখালী প্রধান সড়কের ড্রেনে ময়লা আবর্জনা আর পলিথিনের ভাগাড়। এতে করে ড্রেনটিতে পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। বাড়ছে মশার উপদ্রব্য আর গরমে তিব্র গন্ধ। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বিষয়টি নিয়ে বেশ কয়েকবার স্থানীয় ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মাহফুজুর রহমান লিটন এর নিকট অবগত করলেও তিনি এখনও পর্যন্ত কোন ব্যবস্থা নেননি। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মোঃ মোস্তাক হোসেন বলেন, ড্রেনটিতে বর্তমানে এত পরিমাণ পলিথিন আর ময়লা আবর্জনার স্তুপ। এছাড়া সারাদিন তিব্র রোদ্রের পর বিকালে স্থানীয় বাসিন্দারা আবুনাসের খেলার মাঠে এসে অবসর সময় কাটায়। তবে সন্ধ্যার পর মশার উপদ্রব্যে আর ড্রেনটির থেকে বের হওয়া দুর্গন্ধর জন্য সড়কে দাঁড়িয়ে থাকা কষ্টকর। এ বিষয়ে আমরা স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরকে অবগত করলেও তিনি কোন ব্যবস্থা নেননি। আমরা কেসিসির সংশ্লিষ্ট বিভাগের উর্দ্ধতন কর্তৃপক্ষর নিকট জোর দাবি জানাচ্ছি যেন দ্রুত এই ড্রেন আর ময়লার ভাগাড় পরিস্কার করার ব্যবস্থা গ্রহণ করে। এ বিষয়ে স্থানীয় ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মাহফুজুর রহমান লিটন বলেন, আমি বিষয়টি সম্পর্কে অবগত আছি। দায়িত্বরত পরিচ্ছন্নতা কর্মিদের আমি জানিয়েছি। ড্রেনটি পরিস্কার করতে বলেছিলাম। তবে অন্য জায়গায় কাজ করছে যেকারণে বিলম্ব হচ্ছে। এ বিষয়ে খুলনা সিটি কর্পেরেশনের প্রধান বর্জ ব্যাবস্থাপক আনিসুর রহমান বলেন, আমি জানিনা, তবে বিষয়টি দেখছি। আজই আমি ঘটনাস্থলে যেয়ে দ্রুত ব্যবস্থা নিব।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button