স্থানীয় সংবাদ

দেশের গ্রাস কেড়ে নিয়ে বিদেশে পাচারকারীরা দেশ ও জনগণের শত্রু

সুজনের বিভাগীয় সভায় ড. বদিউল আলম

যশোর প্রতিনিধি ঃ সুশাসনের জন্য নাগরিক সুজন কেন্দ্রীয় সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, দেশে গণতন্ত্রের বড়ই অভাব। কারণ ভোটের মাধ্যমে বর্তমানে জনপ্রতিনিধি নির্বাচিত হচ্ছে না। ভোটাররা তাদের মত প্রকাশ করতে পারছে না। ভোট দিয়ে যোগ্য ও পছন্দের মানুষকে নেতা বানাতে পারছে না। চাপিয়ে দেয়ার কারণে অযোগ্যরাই এখন জন প্রতিনিধি নির্বাচিত হচ্ছেন। এখন আতœমর্যাদাশীল ও শান্তিপূর্ন বাংলাদেশ নেই। আছে হাহাকার আর লুটপাট। এই লুটপাটকারীরা ব্রিটিশদের চেয়েও খারাপ। এরা দেশের গ্রাস কেড়ে নিয়ে বিদেশে পাচার করছে। দেশকে করছে দুর্বল। এরা দেশের ও জনগণের শত্রু। যারা দেশ শাসন করছে তারা জনগণের স্বার্থ রক্ষা করছে না। এরা শাসকদের স্বার্থ রক্ষায় ব্যস্ত সময় পার করছে। তারা দুর্নীতি আর লুটপাটের মহোৎসব করছে। বিচার বিভাগ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌচ্ছে। বিচারবিভাগ দলীয় করণে সর্বকালের রেকর্ড ভঙ্গ করেছে বর্তমান সরকার। বর্তমান ছাত্র রাজনীতি সম্পূর্ণ বেআইনী। তারপরও নির্বাচন কমিশন এদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিচ্ছে না। সামাজিকভাবে দুর্নীতিবাজদের বয়কট করা উচিত। হ্যা-না ভোট পূণরায় চালু করা এখন সময়ের দাবি। সুজন পাহারাদারের কাজ করতে চায়। করতে চায় জনস্বার্থে কাজ। স্থানীয় সমস্যা নিয়ে তারা তৃণমূল্যে আন্দোলন করার আহবান জানানো হয়। স্বার্থন্বেষীদের নিয়ে গঠিত সংসদে মানুষের কল্যাণে কোন সিদ্ধান্ত হয় না। নিজেদের ফরমাইশ জায়েজ করতে নানা রকম সিদ্ধান্ত নেয়া ও পাশ করা হয়। যা দেশের কোন উপকারে আসে না। এসব অন্যায়ের প্রতিবাদ সকল সচেতন নাগরিককে ঐক্যবদ্ধভাবে করতে হবে। শনিবার সকালে সুজনের বিভাগীয় মত বিনিময় ও পরিকল্পনা সভায় অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। যশোর জয়ীতা সোসাইটি মিলনায়তনে অনুষ্ঠিত সভার আয়োজক হচ্ছে সুজনের বিভাগীয় সমন্বয় কমিটি। সভায় সভাপতিত্ব করেন সুজন যশোর জেলা সভাপতি এড.সালেহা বেগম। কেন্দ্রীয় সমন্বয়কারী দিলিপ কুমার সরকারের পরিচালনায় সভায় বক্তৃতা করেন সুজন সাতক্ষীরা জেলা সভাপতি সুভাষ চন্দ্র সরকার, জেলা কমিটির সম্পাদক এড. কুদরত ই খুদা, খুলনা মহানগর কমিটির সম্পাদক রমা রহমান, বাগেরহাট জেলা সভাপতি শরিফুল ইসলাম ঠান্ডু, চুয়াডাঙ্গা জেলা সম্পাদক মাহবুব আলম সবুজ, সুজন নড়াইল জেলা কমিটির সম্পাদক মাহফুজুর রহমান লালু, মেহেরপুর জেলা সম্পাদক সৈয়দ জাকির হোসেন, কুস্টিয়া জেলা সভাপতি আবু হেনা গোলাম রসুল, সুজন বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু, এস এম সোহরাব হোসেন, ডাঃ সৈদয় মোসাদ্দেক হোসেন বাবলু, খলিলুর রহমান সুমন, আঃ রব,আশরাফুর রহমান, সুকুমার রায় বাচ্চু, আঃ মান্নান, শওকত আলী পিন্টু, আইনুল হক, দিলরুবা পারভীন প্রমূখ। সভায় ‘সুজন বন্ধু’ নামে নতুন করে তরুণদের দিয়ে সারা দেশে কমিটি গঠনের প্রস্তাব করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button