স্থানীয় সংবাদ
কিশোর গ্যাং আশিক গ্রুপের সক্রিয় সদস্য গ্রেফতার

খুলনা সদর থানা পুলিশের বিশেষ অভিযান
আটরা গিলাতলা প্রতিনিধি ঃ খুলনা সদর থানা পুলিশের বিশেষ অভিযানে খুলনা সদর থানার কিশোর গ্যাং আশিক গ্রুপের সক্রিয় ১ সদস্যকে আটক করেছে পুলিশ। ধৃত আসামী চানমারি এ্যাপ্রোচ রোড এলাকার বাসিন্দা ওহিদুল ইসলাম এর পুত্র ওমর ফারুক অপু তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেএমপি এর খুলনা সদর থানা পুলিশের একটি টিম পুলিশ পরিদর্শক(তদন্ত) নিমাই চন্দ্র কুন্ডু এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় শনিবার (২৭ এপ্রিল) খুলনা সদর থানাধীন রুপসা স্ট্যান্ড রোডস্থ দাদা ম্যাচ ফ্যাক্টরীর দক্ষিণ পার্শ্ব হতে তাকে আটক করে খুলনা সদর থানার কিশোর গ্যাং আশিক গ্রুপের সক্রিয় সদস্য বলে জানায় পুলিশ।