স্থানীয় সংবাদ

ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় শেখ ইকবাল হোসেন

ফুলতলা উপজেলা পরিষদ নির্বাচন

সাইফুল্লাহ তারেক, আটরা গিলাতলা প্রতিনিধি ঃ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সময় যত ঘনিয়ে আসছে তত বাড়ছে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) পদে ইতিমধ্যে মাঠ চষে বেড়াচ্ছেন একাধিক প্রার্থীরা। ইতিমধ্যে তারা ভোটারদের দ্বারে দারে ঘুরছেন। ফুলতলা উপজেলায় সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে এখন ভোটারদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সাবেক নির্বাচিত ভাইস চেয়ারম্যান আলহাজ¦ শেখ ইকবাল হোসেন। তিনি খুলনা মহানগর বিএনপির সহ সভাপতির দায়িত্ব পালন করেছেন দির্ঘদিন। এদিকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী আলহাজ¦ শেখ ইকবাল হোসেন গতকাল সকাল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে ব্যাপক গনসংযোগ ও লিফলেট বিতরন করেন । দুপুরে তিনি দামোদার, বিকালে আটরা গিলাতলা ইউনিয়নের গাফফারফুড মোড়ে সন্ধায় গিলাতলা দক্ষিনপাড়া বায়তুন নুর জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় শেষে মুসাল্লিদের সাথে কুশলদী বিনিময় শেষে পালপাড়া মোড়ে গনসংযোগ করেন এরপর তিনি মক্তবমোড়, ৫ নং ওয়ার্ডের পাকারমাথা, গিলাতলা বাজার ঘাট , আটরা শ্রীনাথ , ১ ও ২ নং কলোনি, ডাক্তারবাড়ি, আফিলগেট , ইর্ষ্টানগেট, মশিয়ালী , পথেরবাজার সহ বিভিন্নস্থানে ব্যাপক গনসংযোগ করেন। এসময় তার সাথে উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। গনংযোগকালে শেখ ইকবাল হোসেন বলেন , রাজনীতির পাশাপাশী সমাজকর্মী হিসেবে আর্থ সামাজিক উন্নয়নেও অতিতে ভূমিকা রেখেছি। ছাত্রজীবন থেকেই নিপীড়িত তৃণমূল সাধারণ জনগোষ্ঠীর মাঝে কাজ করেছি। করোনা, বন্যা, খরা, প্রাকৃতিক দুর্যোগ সহ সংকটকালে এবং দুঃসময়ে ও সুসময়ে সমান্তরালভাবে আমার সাধ্য অনুযায়ি কাজ করার চেষ্টা করেছি। নির্বাচনে প্রতিদ্বন্ধিতার বিষয়ে জানতে চাইলে শেখ ইকবাল হোসেন বলেন, বিভিন্ন কারণে আমি উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে চাইছি। নেতৃত্ব একটি স্বাভাবিক মৌলিক প্রক্রিয়া। এর মাধ্যমে জনগণের ইচ্ছা, অভিলাষ, আকাঙ্খা প্রতিফলিত হয়, সমাজের চিত্র পাল্টানো যায়। নেতৃত্বে সততা, দক্ষতা ও সাহসিকতা খুব বেশি প্রয়োজন। তা না হলে টেকসই সমাজ গড়া সম্ভব নয়।তিনি বলেন, ফুলতলা উপজেলা দেশের একটি প্রাচীন ও প্রান্তিক জনপদ। বিভিন্ন কারণে খুলনা জেলার একটি গুরুত্বপুর্ণ উপজেলা ফুলতলা । নগরায়নের এ যুগে গ্রাম হবে শহর শ্লোগান নয় কাজে পরিণত করতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button