কেসিসি মশক নিধন ওষুধ চুরিকালে হাতেনাতে দু’ কর্মচারি আটক ঃ সাড়ে ১২ লিটার তেল জব্দ

স্টাফ রিপোর্টারঃ খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) মশক নিধন ওষুধ চুরিকালে হাতেনাতে দু’ কর্মচারি আটক হয়েছে। তারা হলেন কেসিসির স্প্রেম্যান আঃ মান্নান ও ট্রাক চালক আয়নাল হক (মাস্টাররোল)। রবিবার বিকেল ৩টায় কেসিসির তেলের ট্যাংক গ্যারেজশাখায় এ ঘটনায় ঘটে। আটককৃতদের মেয়রের নির্দেশনায় থানায় হস্তান্তর করা হয়েছে। কেসিসির কনজারভেন্সী অফিসার মোঃ আনিসুর রহমান জানান, দীর্ঘ দিন ধরে তারা মশক নিধন তেল চুরি করে আসছে। একজন কর্মকর্তার মৌখিক নির্দেশনায় তারা তেল বাইরে নিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় রবিবার বিকেলে তারা সাড়ে ১২ লিটার মশক নিধন তেল চুরি করার জন্য গ্যারেজ থেকে বের করার চেষ্টা করে। এ সময় কর্তব্যরত নিরাপত্তা প্রহরী তাদের আটক করে। বিষয়টি তারা দায়িত্বশীল উর্দ্ধতন কর্মকর্তাকে অবগত করে। সে মতে, তারা এসে চুরি করা তেল জব্দ করে। যার বাজার মূল্য দু’ সহ¯্রাধীক টাকা। পরে মেয়রের নির্দেশনায় আটককৃতদের সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। উদ্ধারকৃত তেল কেসিসির নিরাপত্তা সুপারের হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে সিটি মেয়র তালুকদার আঃ খালেক বলেন, গ্রেফতারকৃতদের থানায় দেয়া হয়েছে। সোনাডাঙ্গা থানার ওসি তদন্ত ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় কেসিসি দু’জনকে থানায় হস্তান্তর করেছে। তবে এ ব্যাপারে রাত ৮টা পর্যন্ত কোন মামলা হয়নি। গ্রেফতারকৃত আয়নাল কেসিসি এমপ্লয়ীজ ইউনিয়নের সহ-সাঃ সম্পাদক।