সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বিএফইউজে ও জেইউজের তীব্র নিন্দা

খবর বিজ্ঞপ্তি ঃ অতিরিক্ত ভাড়া আদায়ের সংবাদ সংগ্রহকালে যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সদস্য ও দৈনিক কল্যাণের নিজস্ব প্রতিবেদক এমএ রাজাকে বাস মালিক সমিতির নেতা সরোয়ার হোসেন সরো ও তার ভাড়াটে সন্ত্রাসী রাসেল ও বাবু মারপিট করে আটকে রাখে। রাজাকে উদ্ধার করতে গিয়ে যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সাধারণ সম্পাদক এইচ আর তুহিন, নির্বাহী সদস্য ফটো সাংবাদিক জয়ন্ত বসু, সদস্য ও কল্যাণের ভারপ্রাপ্ত সম্পাদক এহসান-উদ-দৌলা মিথুন ও সদস্য আব্দুল কাদেরের উপর সন্ত্রাসীরা ফের হামলা করে। দফায় দফায় সন্ত্রাসী কর্মকা-ের তীব্র নিন্দা ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, মহাসচিব দ্বীপ আজাদ, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসুসহ নেতৃবৃন্দ। এছাড়া নিন্দা জানিয়েছেন বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য গোপীনাথ দাস ও শাহাবুদ্দিন আলম। একইসঙ্গে নেতৃবৃন্দ দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে ও সুষ্ঠু বিচার দাবি করেছেন।
অপরদিকে, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ এক বিবৃতিতে নিন্দা জানিয়েছেন। তারা বলেন,পেশাগত দায়িত্ব পালনকালে যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এইচ.আর তুহিন, সাংবাদিক আব্দুল কাদের, ফটো সাংবাদিক জয়ন্ত বসু ও সাংবাদিক এম.এ রাজা’র উপর শ্রমিক নামধারী সরোয়ার হোসেন সরো, বাবু ও রাসেলের নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা চালিয়েছে। রোববার যশোর নিউ মার্কেট এলাকায় এঘটনা ঘটে। যশোর সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের উপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
প্রদত্ত এক যুক্ত বিবৃতিতে যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের (জেডিইউজে) সভাপতি শেখ দিনু আহমেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম এঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। নেতৃদ্বয় ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। নেতৃদ্বয় বলেন, সংবাদপত্র ও সাংবাদিকের উপর হামলা কোনো ক্রমেই সাংবাদিক সমাজ মেনে নেবে না। তাই আগামি ২৪ ঘন্টার মধ্যে পুলিশ প্রশাসন সন্ত্রাসীদের গ্রেফতার না করলে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে। অপর এক বিবৃতিতে যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা ও দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, উপদেষ্টা বদরুদ্দিন বাবুল ও উপদেষ্টা এ.কে.এম গোলাম সরওয়ার এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।