স্থানীয় সংবাদ

বাগেরহাটের একটি ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ নির্বাচন সম্পন্ন

লিটন মোল্লা চেয়ারম্যান নির্বাচিত

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। রবিবার দিন ব্যাপী এ নির্বাচনে নতুন প্রার্থী হিসাবে মোঃ লিটন মোল্লা মোটর সাইকেল প্রতীক নিয়ে ২ হাজার ৩৩৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী এ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মীর তকদীরুজ্জামান চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৫৪১ ভোট। এছাড়াও অপর প্রার্থী মোঃ রাজীব হোসেন আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৭২ ভোট, মোঃ খান লিটন ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৭৩৯ ভোট ও শেখ শাহীন হোসেন টেবিল ফ্যান প্রতীক নিয়ে পেয়েছেন মাত্র ১৩৮ ভোট। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৮ হাজার ৫২৫ এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ হয়েছে ৫ হাজার ৮৯১। এর মধ্যে বাতিল হয়েছে ৬৫ টি ভোট। ভোট গননা শেষে রবিবার সন্ধ্যায় কচুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার হিমাংশু প্রকাশ বিশ্বাস বলেন যে, গোপালপুর ইউনিয়নের ৯টি কেন্দ্রেই শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রচন্ড তাপদাহের মধ্যেও ভোটার উপস্থিতি সন্তোষজনক ছিল।
সম্প্রতি এই ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এসএম আবু বক্কর সিদ্দিকের মৃত্যু জনিত কারণে ইউনিয়নের চেয়ারম্যান পদে এই উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button