এ্যাড: রফিক উল্লাহর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স ও শোক সভা

খবর বিজ্ঞপ্তি ঃ বিজ্ঞ সিনিয়র সদস্য এ্যাড: মো: রফিক উল্লাহ সাহেব এর মৃত্যুতে ২৮ এপ্রিল রবিবার দুপুর ১২টায় বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত এর এজলাসে মরহুমের ফুলকোর্ট রেভারেন্স এবং দুপুর সাড়ে ১২টায় সমিতির (বঙ্গবন্ধু ভবন ১ নং) মিলনায়তনে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত শোক সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন খুলনা জেলা আইনজীবী সমিতির বার বার নির্বাচিত সভাপতি এ্যাড: মো: সাইফুল ইসলাম এবং সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক এড: এস এম তারিক মাহমুদ তারা। এছাড়া বক্তব্য প্রদান ও উপস্থিত ছিলেন এ্যাড: কাজী বাদশা মিয়া, এ্যাড: এনামুল হক, এ্যাড: আইয়ুব আলী শেখ, এ্যাড:আব্দুল লতিফ, এ্যাড:এম এম সাজ্জাদ আলী, এ্যাড: শিকদার হাবিবুর রহমান, এ্যাড: জিল্লুর রহমান, এ্যাড:শেখ মোহাম্মদ আলী, এ্যাড:কাজী আব্দুল আহাদ, এ্যাড:শেখ আশরাফ আলী পাপ্পু, এ্যাড: স্বপন মল্লিক, এ্যাড:আনোয়ারা মমতাজ আন্না, এ্যাড:নুরুন্নাহার লাকী, এ্যাড: রোজিনা আক্তার, এ্যাড: রেহেনা চৌধুরী, এ্যাড: ফাল্গুনী ইয়াসমিন মিতা, এ্যাড: নুরুন নাহার লাকী, এ্যাড: ইয়াসমিন আরা, এ্যাড: অশোক গোলদার, এ্যাড: তাপস কুমার রাহা, এ্যাড: খোরশেদ আলম, এ্যাড: পলাশী মজুমদার, এ্যাড: হারুনর রশিদ, এ্যাড: সোহেল পারভেজ, এ্যাড: মোল্লা সেলিম রশিদ, এ্যাড: সাবিবর আহমেদ, এ্যাড: ইলিয়াস খান, এ্যাড: মোল্যা আবেদ, এ্যাড: উল্লাস কর বৈরাগী, এ্যাড:আ: জলিল, এ্যাড:মতিয়ার রহমান, এ্যাড শেখর ঢালী, এ্যাড:এমদাদুল হক, এ্যাড: গাজী রাজু আহম্মদ, এ্যাড: মোর্শেদ মঞ্জুর, এ্যাড:মোস্তাফিজুর রহমান মুন্সী, এ্যাড:রথীন্দ্রনাথ সরদার, এ্যাড: জিয়াদুল ইসলাম, এ্যাড: আবু বক্কর নাঈম, এ্যাড: আসিফ নাঈম, এ্যাড: মেহেদী হাসান, এ্যাড: আব্দুল কুদ্দুস, এ্যাড: আব্দুল করিম, এ্যাড: পামোলী কাদের, প্রমুখ সহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ এড: কে,এম মিজানুর রহমান, এড: শিরিন আক্তার পপি, এড: তমাল কান্তি ঘোষ, এড: কাজী সাইফুল ইমরান, এড: মো: আসাদুজ্জামান গাজী মিল্টন, এড: ওমর ফারুক রনি, এড: সরদার আশরাফুর রহমান দিপু, এড: এস,এম আব্দুস সাত্তার, এড: প্রজেশ রায়, এড: মো: মনিনুর ইসলাম মনির,্ এড: সাবিরা সুলতানা হ্যাপি, এড: খাদিজা আক্তার টুলু সহ আরো অনেকে।