আটরা শ্রীনাথ হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক নির্বাচিত

খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি পদে খানজাহান আলী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়ের টানা ১৩ বছর দায়িত্বপালন করা সাবেক সভাপতি আলহাজ্জ বেগ আব্দুর রাজ্জাক রাজ বেগ নির্বাচিত হয়েছেন। বিদ্যালয়ের নবনির্বাচিত অভিভাবক ৫ জন সদস্য এবং ৩জন শিক্ষক প্রতিনিধির ভোটে তিনি নির্বাচিত হন। গতকাল ৩০ এপ্রিল সকালে বিদ্যালয় প্রাঙ্গনে মোট ৮টি ভোটের সবগুলো ভোট পেয়ে তিনি সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। এর আগে গত ২০২০ পর্যন্ত তিনি টানা ১৩বছর বিদ্যালয়টির সভাপতির দায়িত্ব পালন করেন।
ফুলতলা উপজেলা প্রকল্প বাস্তবায়ক কর্মকর্তা ও বিদ্যালয়ের ম্যানিজিং কমিটি নির্বাচনের প্রিজাইডিং অফিসার মোঃ রফিকুল ইসলাম জানিয়েছেন, আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি পদে আলহাজ্জ বেগ আব্দুর রাজ্জাক নির্বাচিত হয়েছেন। ৩০ এপ্রিল মঙ্গলবার সকাল ১১টা থেকে ১টায় পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গনে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির নবনির্বাচিত ৫জন অভিভাবক সদস্য প্রতিনিধি এবং স্কুলের ৩জন নির্বাচিত শিক্ষক প্রতিনিধিদের ভোটে তিনি ২০২৪-২৫ মেয়াদে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। গত ২৪ এপ্রিল বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির অভিভাবক সদস্য প্রতিনিধি পদে বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সাবেক সভাপতি আলহাজ্জ বেগ আব্দুর রাজ্জাক রাজ বেগের মনোনীত প্রার্থী সর্বদলীয় নাগরিক ঐক্য প্যানেল বর্তমান কমিটির সভাপতি সৈয়দ শুকুর আলীর সর্বদলীয় মনোনীত প্যানেলকে বিপুর ভোটে পরাজিত করে জয়লাভ করেন। উৎসবমুখর নির্বাচনে আলহাজ্জ আব্দুর রাজ্জাক রাজ বেগের মনোনীত প্যানেলের এ্যাড. আলমগীর হোসেন, মোঃ রফিকুল ইসলাম, শেখ আঃ রাজ্জাক, সৈয়দ শাহরিয়ার এবং মোসাঃ নুরজাহান নেছা বিপুল ভোটে জয়লাভ করেন।