নগরীতে ইয়াবা গাঁজাসহ ১০ মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ গত ৪৮ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ১০জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- নগরীর পাবলা তিন দোকানের মোড়ের রাজু শেখের ছেলে রাহাত শেখ(২৫), বাস্তহারা কলোনীর মৃত: বাহারুল হোসেনের ছেলে মোঃ সবুজ হোসেন ওরফে জীবন(২৫), গার্হস্থ্য অর্থনীতি কলেজ মোড়ের এবাদুল শিকদারের ছেলে মোঃ কাদের শিকদার(২৬), পিপলস মোড়ের বাবুল বেগের ছেলে মোঃ রাব্বি বেগ(২০), পিপলস মোড়ের জাহিদ মুন্সির ছেলে মোঃ বাপ্পি মুন্সি(২৪), আরাফাত আবাসিক প্রকল্প এলাকার কুদ্দুস মোল্যার ছেলে শান্ত মোল্যা(১৯), কবিরাজ বাড়ি হোল্ডিং নং-২৯/৭, খালিশপুরের মৃত: সাহেব আলীর ছেলে রফিকুল ইসলাম রনি ওরফে ছেনু(৪৪), রেলিগেট পশ্চিম পালপাড়ার শাহ আলম হাওলাদারের ছেলে সাইদুল ইসলাম সাইমুন(২৩), রায়েরমহলের খান জাহাঙ্গীর হোসেনের ছেলে মাজেদুল ইসলাম(২৮), হোগলবুনিয়ার নিতাই দাসের ছেলে সুমন দাস(২৭)। এদেরকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ৮শ’ গ্রাম গাঁজা, ১০২ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৪ গ্রাম ক্রিস্টাল মেথ আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৮ টি মাদক মামলা দায়ের করা হয়েছে।