স্থানীয় সংবাদ

মে দিবস উপলক্ষে গণঅধিকার পরিষদ মহানগরীর আলোচনা সভা

খবর বিজ্ঞপ্তি ঃ মহান মে দিবস উদযাপন উপলক্ষ্যে শ্রমিকদের অধিকার আদায়ের জন্য গণঅধিকার পরিষদ খুলনা মহানগরীর নিজস্ব কার্যালয়ে গতকাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খুলনা মহানগরী গণঅধিকার পরিষদের আহবায়ক এস এম শফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ সালাউদ্দীন রাজিব এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সহকারী আহবায়ক গণঅধিকার পরিষদ ও বিভাগীয় সমন্বয়ক, খুলনা বিভাগ এবং খুলনা জেলা ছাত্র অধিকার পরিষদ এর সাবেক সভাপতি তামান্না ফেরদৌস শিখা । বক্তব্য রাখেন খুলনা মহানগরীর যুগ্ম আহবায়ক মোঃসাইফুল্লাহ বাবু , ছাত্র অধিকার পরিষদ, খুলনা জেলার সাবেক সভাপতি সাজিদুল ইসলাম বাপ্পি,সাবেক যুগ্ন আহবায়ক খুলনা মহানগর যুবঅধিকার পরিষদ ও সদস্য সচিব,খুলনা জেলা গনঅধিকার পরিষদ কাজী হামিদুর রহমান (রাজিব), আবুল কালাম আযাদ,ডাঃ ইলিয়াস, আনিসা, মিশকাত, মাহিম, প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, শিকাগোর সংগ্রাম আমাদের ঐক্যবদ্ধ হওয়ার শিক্ষা দেয়। ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনোভাবে কোনো আন্দোলন সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাতে পারবে না। শ্রমিকদের মধ্যে ঐক্য হওয়া উচিত সবচেয়ে বেশি। কেননা তারাই সমাজ-রাষ্ট্রে সবচেয়ে নিগৃহীত। তাদের ওপর যুগযুগ ধরে শোষণ-নির্যাতন চলছে। কোথাও কোথাও শ্রমিকদের ওপর অমানুষিক নির্যাতন চলে। শ্রমিকদের খাটিয়ে মজুরি পরিশোধ করা হয় না। ৮ ঘণ্টার অতিরিক্ত কাজ করানো হলেও তাদের অতিরিক্ত সময়ের মজুরি দিতে মালিকরা টালবাহানা করে। ঈদ ও উৎসবের সময় অন্য সবাই উৎসব ভাতা সহজে পেলেও শ্রমিকদের লড়াই করতে হয়। আবার লড়াই করা সত্ত্বেও অনেক সময় অনেক শ্রমিককে উৎসব ভাতা ছাড়াই বাড়িতে ফিরতে হয়। সন্তান-সন্তুতি ও পরিবারের সদস্যদের নতুন পোশাক দিতে পারে না তারা। শ্রমিক তার সন্তানের দিকে তাকাতে পারে না। এর চেয়ে নিদারুণ আর কী হতে পারে। শ্রমজীবী মানুষদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে। সর্বক্ষেত্রে শ্রমিকদের ওপর শোষণ-নিপীড়ন চালানো হচ্ছে। শোষণ-নিপীড়নের অবসান ও শ্রমিকদের অধিকার আদায়ের জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।সংবিধানে শ্রমিকের যে অধিকার দিয়েছে তার বাস্তবায়ন দেখতে চাই। শ্রমিকের ন্যায্য মূল্য সহ আন্তর্জাতিক শ্রমিক আইনের বাস্তবায়নের জোর দাবি জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button