বিশুদ্ধ খাবার পানি স্যালাইন বিতরণ করেছে সদর থানা বিএনপি

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন, অবৈধ সরকার অবৈধভাবে ক্ষমতা আছে বলে তারা দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো তো দূরের কথা, উল্টো তাদের নেতাকর্মীরা রিলিফের চাল গম চুরি করে আর বিএনপি সবসময়ই দুর্যোগে জনগণের পাশে থাকে। সমাজের সব শ্রেনী পেশার মানুষকে দুর্যোগে সাধারণ কল্যানে কাজ করতে হবে। বুধবার (১ মে) দুপুর ১২ টায় বিএনপি কার্যালয়ের সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে খুলনা সদর থানা বিএনপির উদ্যোগে তিনদিনব্যাপী প্রচ- তাপদাহে অতিষ্ঠ মানুষদের মাঝে বিশুদ্ধ খাবার পানি, স্যালাইন বিতরণের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সদর থানা বিএনপির আহবায়ক কে এম হুমায়ুন কবীর (ভিপি হুমায়ুন) এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোল্লা ফরিদ আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি রেহানা ঈসা, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, মজিবর রহমান, শফিকুল ইসলাম শফি, সামসুল বারী পান্ন, মাহাবুব উল্লাহ শামীম, মো. রফিকুল ইসলাম মাস্টার, মনিরুজ্জামান মনির, সালাউদ্দিন মোল্লা বুলবুল, আলী হোসেন সানা, ডা. আব্দুস সালাম, হাসান আল মামুন বাপ্পি, মঞ্জুরুল আলম, সওগাতুল ইসলাম সগীর, জাহিদুর রহমান, জামির হোসেন দিপু, শফিকুল ইসলাম শাহীন, কামরুল ইসলাম শিপার, মাসুদ খান, দেলোয়ার হোসেন, মাসুদুল হক হারুন, তৌহিদুল ইসলাম বাবু, শফিকুল ইসলাম শাহীন (ছোট), বায়জিদ হোসেন, জাকির ইকবাল বাপ্পি, শেখ আসাদ, ইসলাম খলিফা, মো. দুলাল, নাসির উদ্দিন শেখ প্রমূখ।