স্থানীয় সংবাদ
ওব্যাট থিংক ট্যাংক সুন্দরবন গিলাতলা টিমের উদ্যোগে স্যালাইন ও খাবার পানি বিতরণ

আটরা গিলাতলা প্রতিনিধি ঃ সকালে সূর্যের আলো বিকিরিত হওয়ার সাথে সাথে সূর্যের তাপ ছড়িয়ে পড়ে পৃথিবী ব্যাপী, আর বর্তমানে বাংলাদেশে সূর্য়ের তাপ অনেক বেশি যা সাধারণ মানুষের সহ্য সীমার বাইরে, তবুও এই অসহনীয় গরমের মধ্যে সাধারণ মানুষ ছুটে চলেছে নিজ নিজ কর্মস্থলে। তীব্র গরমে সবচেয়ে বিপদে পড়েছে শ্রমিক, দিনমজুর, ভ্যান, অটোরিকশা চালকরা । এই তীব্র গরমে এসকল খেটে খাওয়া মানুষের মধ্যে হতকাল সামান্য স্বস্তী প্রদানের জন্য ওব্যাট থিংক ট্যাংক সুন্দরবন গিলাতলা টিম স্থানীয় ২নং কলোনী, আটরা , ডাক্টারবাড়ী এলাকায় স্যালাইন পানি বিতরণ করেছে। উক্ত বিতরণে উপস্থিত ছিলেন ওব্যাট থিংক ট্যাংক সুন্দরবন গিলাতলা এর প্রধান উপদেষ্টা আব্দুর রহিম মুজাহিদ , সভাপতি মোঃ রনি হোসেন, সহ সভাপতি সুজন হোসেন, সাধারণ সম্পাদক সামির আহমেদ সহ ওব্যাট থিংক ট্যাংক এর সকল সদস্য বৃন্দ।