সাবেক কাউন্সিলরের ছেলে তারেকসহ দু’জন কারাগারে
# নগরীর খালিশপুরে দুই গ্রুপের সংঘর্ষ #
স্টাফ রিপোর্টার ঃ নগরীর খালিশপুর কাশিপুরে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে ঘটনায় দায়েরকৃত মামলায় ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মরহুম শহিদুল ইসলাম শহিদের ছেলে শেখ তারেকসহ দু’জনকে কারাগারে দিয়েছে আদালত। অপরজন হলো রহিম হোসেন বাবু। আদালত সূত্রে প্রকাশ, মঙ্গলবার উল্লেখিত দু’জন খুলনা মেট্রোপলিটন আদালতে (সিএমএম-২) আতœসমাপর্ণ করে। তারা আদালতের কাছে জামিন প্রার্থনা করে। শুনানী শেষে আদালত তাদের দু’জনের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
উল্লেখ্য, বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশন খুলনা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ ফরহাদ হোসেন কাশিপুর মেঘনা গেটে একটি বাড়ি ক্রয় করেন। গত ১৮ এপ্রিল দুপুরে একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে ওই বাড়ি দখলের চেষ্টা করে। এ সময় ঠেকাতে গেলে তার লোকজনের ওপর হামলা চালায় একদল দুর্বৃত্তরা। এ ঘটনায় ফরহাদের লোক বেল্লাল হোসেন বাদি হয়ে ১৭ জনকে আসামী করে আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় জামিন নেয়ার জন্য উল্লেখিত দু’জন আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। আদালত শুনানী শেষে তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন। শেখ ফরহাদ হোসেন এ তথ্যের সত্যতা স্বীকার করেন।