চার ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের পুরস্কার গ্রহণ ম্যানগ্রোভ ইনস্টিটিউটের
# জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ #
স্টাফ রিপোর্টার ঃ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪’র প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ম্যানগ্রোভ ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি চারটি ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করে। ক্যাটাগরি সমূহ হচ্ছে- শ্রেষ্ঠ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষার্থী। উক্ত প্রতিযোগিতার ফলাফল উপজেলা পর্যায়ে ৩০ এপ্রিল প্রকাশিত হয়। ফলাফলে ম্যানগ্রোভ ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি শ্রেষ্ঠ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসহ শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষার্থী এই চারটি ক্যাটাগরিতেই শ্রেষ্ঠত্ব অর্জন করে। শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান মোহাম্মদ বদিউজ্জামান, শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক এসএম আলাউদ্দিন আব্দুল্লাহ, শ্রেষ্ঠ শিক্ষার্থী মুবিন হাসান-(ইলেকট্রনিক্স) হিসেবে নির্বাচিত হয়। অপরদিকে, উপজেলা পর্যায়ে নির্বাচিত প্রার্থীদের নিয়ে বিভাগীয় পর্যায়ে (খুলনা বিভাগের সকল জেলা) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতার ফলাফল ১২ মে খুলনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অডিটরিয়মে ঘোষণা করা হয় এবং সনদ প্রদান করা হয়। ফলাফলে খুলনা বিভাগের (১০ টি জেলা) মধ্যে ০৩ (তিন) টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ম্যানগ্রোভ ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান মো: বদিউজ্জামান ও শ্রেষ্ঠ শিক্ষার্থী মুবিন হাসান (ইলেকট্রনিক্স) নির্বাচিত হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর শেখ হারুনর রশীদ। খুলনা বিভাগের নির্বাচিত প্রার্থীদের নিয়ে পরবর্তীতে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা আনুষ্ঠিত হবে, যেখানে সকল বিভাগের নির্বাচিত প্রার্থী অংশ গ্রহণ করবে। প্রসঙ্গত, গত ২ বছর যাবত জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ প্রতিযোগিতায় ম্যানগ্রোভ ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি অংশগ্রহণ করে ধারাবাহিক ভাবে শ্রেষ্ঠত্ব অর্জন করে আসছে।