নাশকতা কর্মকান্ড প্রতিহত করতে ১১নং ওয়ার্ড আ’লীগ কার্যালয়ে নেতা-কর্মীরা
স্টাফ রিপোর্টারঃ বিরোধীদল যাতে কোন রকম নাশকতা সৃষ্টি করতে না পারে এ জন্য খালিশপুরের প্রতিটি ওয়ার্ডে আ’লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ে সকাল-বিকাল অবস্থান করা শুরু করেছেন। তেমনই একটি ওয়ার্ড খালিশপুর ১১নং ওয়ার্ড। ওই ওয়ার্ডের নেতৃবৃন্দ গত ১৬ জুলাই থেকে প্রতিদিন সকাল-বিকেল প্লাটিনাম মিল ২নং গেটস্থ দলীয় কার্যালয়ের সামনে অবস্থান করছেন। শুক্রবার রাত ৯টায় গিয়ে দেখা যায় ১৫/২০ জনের নেতা-কর্মী অফিসের সামনে বসে দলীয় নানা বিষয় আলোচনা করছে। এ সময় উপস্থিত ছিলেন, খালিশপুর থানা আ’লীগ নেতা কাওসার আলী মৃধা, আ’লীগ নেতা জাহাঙ্গীর হোসেন মৃধা, আ’লীগ নেতা আঃ মজিদ বকুল, বীরমুক্তিযোদ্ধা আবু সাইদ, আকরামুজ্জামান, মিনহাজুর রহমান উজ্জল, আবুল কালাম কাজল, ওলিয়ার রহমান, জাকির হোসেন, কাছেদ আলী, বাবুল ইসলাম, সিরাজ, কেরামত, আক্কাস, জাহিদ হোসেনসহ আরো অনেকে। খালিশপুর থানা আ’লীগ নেতা কাওসার আলী মৃধা বলেন, কোটা বিরোধী আন্দোলনকে পুঁজি করে একটি চক্র নানাভাবে নাশকতা করছে। এদেরকে কোনভাবে ছাড় দেয়া হবে না। তাই তারা দিন রাত রাজপথে অবস্থান করছেন। ১১নং ওয়ার্ড আ’লীগ নেতা মিনহাজুর রহমান উজ্জল বলেন, নাশকতা বিরোধী আন্দোলনে নেতা-কর্মীরা মাঠে রয়েছে। তবে হাইব্রিড নেতাদের মাঠে তেমন দেখা যায় না। তারা সুবিধা নিতে দলে এসেছে। সুবিধা ভোগ করে এসি রুমে ঘুমাচ্ছে। এদের ব্যাপারে তদন্ত করে দায়িত্ব অবহেলার দায়ে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। ১১নং ওয়ার্ড আ’লীগ নেতা আবুল কালাম কাজল বলেন, “ দলের সংকটে আমরা বিগত দিনে মাঠে ছিলাম, এখনও আছি। ভবিষ্যতেও থাকবো।”