বৈষম্য বিরোধী সামাজিক ও সাংস্কৃতিক ঐক্য এর সংবাদ সম্মেলন

খবর বিজ্ঞপ্তি ঃ বৈষম্য বিরোধী সামাজিক ও সাংস্কৃতিক ঐক্য, খুলনা’র উদ্যোগে এক সংবাদ সম্মেলন ৬ আগস্ট মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শহীদ হাদিস পার্কের শহীদ বেদীতে অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন নাগরিক নেতা অ্যাড. কুদরত-ই-খুদা। এসময় বলা হয়, প্রায় টানা ৩৬ দিন শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ছাত্র-গণ-অভ্যুত্থানে পরিণত হয়ে এক দফা দাবীতে এসে শেষ হয়। ৫আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর সেনা প্রধান জাতির উদ্দ্যেশে ভাষণে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথা বলেছেন। অন্যদিকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি জাতীয় সরকারের প্রস্তাবিত রূপরেখা প্রদানের জন্য ২৪ঘণ্টা সময় নেয়। অন্তর্বর্তীকালীন সময়টি একটি মারাত্মক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগের খবর প্রকাশ হওয়ার পর পরই একদিকে যেমন মানুষ বিজয় উল্লাসে রাজপথে নেমে এসেছে, অন্যদিকে কিছু সুযোগ সন্ধানী সরকারি-বেসরকারি ও ব্যক্তি মালিকানাধীন স্থাপনা, দোকান-পাট ও বাড়ি-ঘর ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে। সংখ্যালঘুদের ধর্মীয় স্থাপনাও আক্রান্ত হচ্ছে। তারা ভয়বহ আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছেন। বিজয়ের পাশাপাশি জাতি একটা শোকাবহ সময় পার করছে। দাবী আদায় করতে গিয়ে রাজপথে আমাদের সন্তানদের জীবন দিতে হয়েছে। হত্যার শিকার হয়েছেন নিরীহ নারী-পুরুষ-শিশু-সাংবাদিক-প্রশাসনের লোক। তারা সকলেই আমাদের স্বজন। একটি বৈষম্যহীন গণতান্ত্রিক সমাজ-রাষ্ট্র কাঠামো গঠনের যে চেতনাকে ধারণ করে এত জীবন, রক্ত, ত্যাগের বিনিময়ে অর্জিত এ বিজয় অগণতান্ত্রিক, জবাবদিহিতা বিহীন, সাম্প্রদায়িক ও স্বৈরতন্ত্রের জন্ম না দেয় সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় মহান মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনায় গণতান্ত্রিক অসাম্প্রদায়িক বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময়ে গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ভূমিকা প্রত্যাশা করা হয়। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন নারী নেত্রী সুতপা বেদজ্ঞ, নাগরিক নেতা অ্যাড. মোঃ বাবুল হাওলাদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সংগঠক মাহফুজুর রহমান মুকুল, নাগরিক নেতা অ্যাড. জাহাঙ্গীর আলম সিদ্দিকী, অজন্তা দাস, সরদার আবু তাহের, আলমাস আরা, মেরীনা যুথি প্রমুখ। এসময় বক্তারা অনাকাক্সিক্ষত ঘটনা ঠেকাতে সংশ্লিষ্ট প্রশাসন এবং বিশেষভাবে আন্দোলনরত শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।