খালিশপুর কদমতলা মসজিদের স্থায়ী ঠিকানা হলো

# আট বছর আন্দোলনের ফসল #
# জুম্মার নামাজের মধ্য দিয়ে উদ্বোধন #
স্টাফ রিপোর্টার ঃ দীর্ঘ আট বছর আন্দোলন সংগ্রাম শেষে অবশেষে স্থায়ীভাবে গড়ে উঠলো খুলনার খালিশপুর কদমতলা জামে মসজিদ। শুক্রবার জুম্মার নামাজ আদায়ের মধ্য দিয়ে এ মসজিদ উদ্বোধন করা হয়। প্রথম জুমার নামাজে এলাকার মুসল্লীদের ঢল নামে। মসজিদে জায়গা না দিতে পেরে মুসল্লিরা সড়কে নামাজ আদায় করে। আন্দোলনকারী মুসল্লী বাবুল মুন্সি বলেন, ঐতিহ্যবাহী কদমতলা জামে মসজিদটি গত ৫০ বছর আগে করা। রেল লাইনের জমিতে স্বল্প পরিসরে এ মসজিদটি করা হয়। তখন এখানে মুসল্লীদের সংখ্যা ছিল কম। এখন এখানে সহ¯্রাধীক লোকের বসবাস। যার ৯৫ ভাগ মুসলিম। এলাকার আধা কিলোমিটারের মধ্যে কোন মসজিদ নেই। যার জন্য এখন মুসল্লীদের সংখ্যা বেড়েছে। প্রতি জুম্মার নামাজের সময় মসজিদে মুসল্লীদের দাঁড়ানো জায়গা থাকে না। তাই সড়কে নামাজ আদায় করা হয়। এছাড়া অনেক পুরানো হওয়ার জন্য মসজিদ ভবনটি ঝুঁকিপূর্ন হয়ে পড়েছে। তাছাড়া রেললাইন সম্প্রসারণ করার জন্য কর্তৃপক্ষ একাধিকবার মসজিদ সরাতে নোটিশ দেয়। কিন্তু বিকল্প কোন জায়গা না থাকায় মসজিদ রেলওয়ের জায়গার ওপরই ছিল। পরে মসজিদের পাশেই পুরাতন যশোর রোডের অপর পাশে সিটি কর্পোরেশনের খালি জায়গায় মসজিদ স্থানান্তর করার উদ্যোগ নেয়া হয় গত ৮ বছর আগে। এ জন্য একাধিকবার মেয়র ও এলাকার কাউন্সিলরদের কাছে গেলেও কোন সুফল পায়নি। স্থানীয় আ’লীগ নেতাদের একটি চক্র আর কেসিসির সাবেক প্রকৌশলী শেখ মোহাম্মদ আলীর বাঁধার মুখে এখানে মসজিদ করতে পারিনি মুসল্লীরা। মসজিদের সাইনবোর্ড লাগালেও চক্রটি তা খুলে ফেলে। অবশেষে দেশের রাজনৈতিক অস্থিরতা শুরু হলে ষড়যন্ত্রকারীরা আতœগোপনে গেলে এলাকার মুসল্লীরা মুসজিদটি স্থানান্তর করে। আপাতত টিন দিয়ে মসজিদ তৈরী করা হয়েছে। ভবিষ্যতে আরো ভাল করে করা হবে। খুলনা ইমাম পরিষদের নেতা মাওঃ কেরামত আলীও উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন। তিনি বলেন, এ মসজিদ করতে বিগত দিনে অনেক জায়গা ঘুরতে হয়েছে। কিন্তু কোন সুফল বয়ে আসেনি। অবশেষে মুসল্লিরা উদ্যোগ নিয়ে কদমতলা মসজিদটি স্বেচ্ছাশ্রমে করে ফেলে। শুক্রবার প্রথম জুম্মার নামাজ আদায় হয়েছে। আল্লাহ মসজিদটি কবুল করে নেবেন ইনশাল্লাহ। মসজিদ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন মোঃ মাসুম, ডাঃ মোজাহিদুল ইসলাম, গাজী সালাহউদ্দীন, সিদ্দিকুর রহমান, বাবুল মুন্সি, আঃ সালাম মোল্লা, মনির, উজ্জল, জাহাঙ্গীর মুন্সী, আসাদুজ্জামান মুরাদ, তোফাজ্জেল হোসেন, আঃ রহিম, মল্লিক নাহিদ, কালাম,আঃ খালেক, ইউসুফ আকন, মিন্টু প্রমূক। দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম মাওঃ মোঃ নুহ মিয়া।