ভাংচুর লুটপাটের বিরুদ্ধে খুলনার বিএনপি ও ছাত্রদল

# আতংকিত আ’লীগ নেতা-কর্মীদের পাশে ছাত্র নেতা শিমুল #
স্টাফ রিপোর্টারঃ ভাংচুর, লুটপাটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে খুলনার বিএনপি ও ছাত্রদলের নেতৃবৃন্দ। তারা ভীত সন্ত্রাস্ত আ’লীগ-যুবলীগ ছাত্রলীগের বাড়ি ছাড়া নেতা-কর্মীদের বাড়িতে উঠায়ে দেয়ার কার্যক্রম শুরু করেছে। বিষয়টি এলাকাবাসী ইতিবাচক হিসেবে দেখছে। তারই ধারাবাহিকতায় কাজ শুরু করেছে খালিশপুর মুহসিন কলেজ ছাত্রদলের আহবায়ক আবু সালেহ শিমুল ও তার সাথীরা। তারা শুক্রবার সকালে যুবলীগের সদস্য শফিকুল ইসলামকে তার বাড়িতে উঠায়ে দেন। এ সময় শফিকের মামা মোঃ লাভলু বলেন, গত ৫ আগস্ট থেকে আমার ভাগ্নে বাড়ি ছাড়া। দুর্বৃত্তরা তাদের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর-লুটপাট করেছে। ঘটনার পর আমরা আতংকের মধ্যে দিন যাপন করছিলাম। আজ (শুক্রবার) ছাত্রদলের নেতা-কর্মীরা আমার ভাগ্নেকে বাড়িতে উঠিয়ে দিয়ে মহৎ কাজ করেছে। এতে আমরা সবাই খুশি ও আতংকমুক্ত হতে পারলাম। যারা আমার বাড়িতে হামলা করেছে তারা টুকাই শ্রেনীর মানুষ। তাদের দলীয় কোন পরিচয় আছে বলে আমার মনে হয় না। এই ছাত্রদল নেতা শিমুলের নেতৃত্বে এলাকায় ৫ জন আ’লীগ-যুবলীগ নেতাদের স্বসম্মানে বাড়িতে উঠায়ে দিয়েছেন। শিমুল বলেন, “আমাদের নেতা তারেক রহমান ভাংচুর লুটপাট প্রতিহত করার ডাক দিয়েছেন। বাড়ি ছাড়া মানুষকে বাড়িতে ফিরিয়ে সাহস দেয়ার কথা বলেছেন। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেছেন। আমরা তাঁর নির্দেশনা পালন করছি মাত্র। তিনি শুধু একাই নন, কেসিসি ১০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা ফারুখ হিল্টন ও তার লোকজন রাত জেগে বিপরিত আদর্শের রাজনৈতিক নেতাদের বাড়ি পাহারা দিচ্ছেন। তিনি বলেন, দুস্কৃতকারীরা নব্য বিএনপি সেজে দলের দুর্নাম করছে। এরা গত ৫ আগস্ট দুপুর পর্যন্ত আ’লীগের সাথে ছিল। হঠাৎ করে চরিত্র পরিবর্তন করে বিএনপি সেজেছে। এদের ব্যাপারে দল সর্তক অবস্থায় রয়েছে। এদের ধরতে পারলে কোন ছাড় দেয়া হবে না। তবে যত তাড়াতাড়ি সম্ভব পুলিশ প্রশাসনকে সক্রিয় করার দাবি জানান এই বিএনপি নেতা। মল্লিক নাহিদ জানান, কেন্দ্রীয় বিএনপি নেতা ও খুলনা ৩নং আসনের সংসদ সদস্য প্রার্থী রকিবুল ইসলাম বকুল কঠোর নির্দেশনা দিয়েছে এসব ভাংচুর লুটপাটের বিরুদ্ধে। তিনি দলের নেতা-কর্মীদের বলেছেন, যারা এসব কাজ করছে তাদের প্রতিহত করেন। রাত জেগে মোড়ে মোড়ে পাহারা দেন। মানুষকে শান্তিতে ঘুমানোর ব্যবস্থা করবেন। তার সেই নির্দেশনা আমরা অক্ষরে অক্ষরে পালন করছি। খানজাহানআলী থানা বিএনপির আহবায়ক কাজী মিজানুর রহমান বলেন, ভাংচুর লুটপাটের সাথে নব্য বিএনপি দাবিদাররা জড়িত। যারা ৫ আগস্ট দুপুর পর্যন্ত আ’লীগের সাথে মিছিল মিটিং করেছে। এরা দেশ ও দলের দুশমন। এদের প্রতিহত করা হবে। দৌলতপুর থানা বিএনপির সদস্য সচিব ইমাম শেখ বলেন, বিএনপি কখনও ভাংচুর হামলা সমর্থন করে না। যারা করছে তারা দলের কেউ নয়। বিএনপি এসব নৈরাজ্য ঠেকাতে রাত জেগে পাহারা দিচ্ছে। বিএনপি সব সময় নির্যাতিত মানুষের পাশে আছে, ছিল এবং থাকবে।