স্থানীয় সংবাদ

খুলনায় গণতন্ত্র মঞ্চের আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টারঃ দীর্ঘ ১৫ বছরে স্বৈরশাসনের অবসানের পর গণতন্ত্রের নবযাত্রা শুরু হওয়ায় গণতন্ত্র মঞ্চ খুলনা নগরীতে এক আনন্দ মিছিল ও সমাবেশের আয়োজন করে। সমাবেশে বক্তারা এ বিজয়কে ধরে রাখার জন্য সকলকে সহনশীল হওয়ার আহ্বান জানান। শনিবার দুপুর ১২ টায় উমেশ চন্দ্র লাইব্রেরীর সামনে বৈরী আবহাওয়ার মধ্যে অনুষ্ঠিত সমাবেশে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা নগর শাখার আহ্বায়ক মোঃ লোকমান হাকিম। অন্যানের মধ্যে বক্তৃতা করেন ভাষানী অনুসারী পরিষদের খুলনা নগর শাখার আহ্বায়ক শেখ আব্দুল হালিম, নাগরিক ঐক্য’র নগর শাখার সদস্য সচিব কাজী মোতাহার রহমান বাবু, সিনিয়র সদস্য সাংবাদিক শেখ জামিরুল ইসলাম, জেলা জিএসডির সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শেখ আব্দুল খালেক, সাধারণ সম্পাদক স ম রেজাউল করিম, গণসংহতি আন্দোলনের খুলনা নগর শাখার সভাপতি মুনির চৌধুরী সোহেল। সমাবেশে বক্তারা বলেন এক সপ্তাহে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে তাদের জনজীবনে অস্বস্তি নেমে এসেছে তা মানুষের কাম্য নয়। গণতন্ত্রকে সুসংহত করতে সবাইকে সহনশীল এবং আইনের প্রতি শ্রদ্ধা রাখতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button