গণঅধিকার পরিষদ খুলনা মহানগরীর সাধারন সভা

খবর বিজ্ঞপ্তি ঃ গতকাল (১৯ আগস্ট ২০২৪ ইং ) সোমবার গণঅধিকার পরিষদ খুলনা মহানগরীর নিজস্ব কার্যালয়ে সাধারন সভা অনুষ্ঠিত হয়। গণঅধিকার পরিষদ খুলনা মহানগরীর সদস্য সচিব মো: সালাউদ্দীন রাজিবের সভাপতিত্বে সাধারন সভায় উপস্থিত ছিলেন গণ-অধিকার পরিষদ খুলনা মহানগরীর যুগ্ন – আহবায়ক মোঃ সাইফুল্লাহ বাবু , মোঃ আলাউদ্দীন খান, মোঃ ইসরাফিল, মোঃ সোহেল, মোঃ ফয়জুল আলম, কাজী হামিদুর রহমান (রাজিব) প্রমুখ । সভায় বক্তারা বলেন , খুলনায় কোথাও কোনো দুষ্কৃতিকারীরা যেন পরিস্থিতি ঘোলাটে করতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। ছাত্র-জনতার গণবিপ্লবকে ব্যর্থ করার জন্য একটি কুচক্রী মহল নানাভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। কেউ যেন আইন হাতে তুলে না নেয়, সে ব্যাপারে জনগণকে সজাগ ও সতর্ক থাকার পরামর্শ দেন। সাধারণ সভায় শেষে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ছাত্র জনতার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।