দৌলতপুর বাজার পরিদর্শনে কেসিসি’র নবনিযুক্ত বাজার সুপার
স্টাফ রিপোর্টার ঃ দৌলতপুর মহাসিন মোড়স্থ পাইকারি কাঁচা-বাজারসহ বাজারের বিভিন্ন প্রকার ব্যবসায়ী পট্টিতে পরিদর্শনে আসেন খুলনা সিটি কর্পোরেশনের নবনিযুক্ত বাজার সুপার শেখ শফিকুল ইসলাম। এ সময় তিনি দৌলতপুর বাজার বণিক সমিতির অফিসে বাজার কমিটির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন।কেসিসি’র বাজার সুপার শেখ শফিকুল ইসলাম বলেন,বর্ষা মৌসুমে বাজাওে ক্রেতা সাধারনের যাতায়াতে ব্যাপক সমস্যা হয়। সেদিকে লক্ষ্য রেখে বাজারের উন্নয়নে সকলকে মিলেমিশে কাজ করতে হবে।বাজারের রাস্তাঘাট উন্নয়নে ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে কেসিসি ব্যবস্থা নিবেন বলে সকলকে আশস্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন কেসিসি সহকারী বাজার সুপার লিয়াকত হোসেন, দৌলতপুর বাজার বর্ণিক সমিতির সভাপতি শেখ কামাল হোসেন, সাধারণ সম্পাদক নান্নু মোড়ল,সিনিয়র সহ-সভাপতি আসাদ বন্দ,যুগ্ম সাধারণ সম্পাদক শেখ কাম্বার হোসেন, কোষাধক্ষ্য আজিজুল মোল্লা,দপ্তর সম্পাদক গাজী আকমল হোসেন,বাজারের ব্যবসায়ী সেলিমুর রহমান, কুদ্দুস, কেসিসির কর্মচারী সুজন আহমেদ, রাজু মোড়ল, মোহন হোসেনসহ সকল ব্যবসায়ী প্রতিনিধিগণ।