খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের উদ্যেগে বর্ণাঢ্য র্যালি
# বিশ্ব দৃষ্টি দিবস ২০২৪ উপলক্ষ্যে #
# ফ্রি মেডিকেল ক্যাম্পসহ বিভিন্ন কর্মসুচি পালন #
স্টাফ রির্পোটার / খানজাহান আলী থানা ও ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ বিশ^ দৃষ্টি দিবস-২০২৪ উপলক্ষে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের উদ্যোগে এবং বেসরকারী সাহায্য সংস্থা সাইটসেভার্স এর সহযোগীতায় যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়েছে। কর্মসুচির মধ্যে ছিলো বর্ণাঢ্য র্যালি, ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চশমা বিতরণসহ ভিন্ন আয়োজন।
প্রতিবছরের ন্যায় এবারও বিশ^ দৃষ্টি দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল। “আপনার চোখকে ভালোবাসুন এবং শিশুর চোখের যতœ নিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর বিশ্ব দৃষ্টি দিবস ২০২৪ উৎযাপিত হয়েছে। গতকাল ১৭ অক্টোবর বৃহস্পতিবার খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের উদ্যেগে এবং সাইটসেভার্সের সহযোগীতায় সকাল সাড়ে ৮টায় বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালিটি প্রতিষ্ঠানের প্রশাসিনক ভবনের সামনে থেকে শুরু হয়ে খুলনা যশোর মহাসড়কের বাদামতলা-শিরোমণি এলাকার গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ক্যাম্পাসে এসে শেষ হয়। র্যালিতে প্যানা, ফেস্টুন এবং প্লাকার্ড নিয়ে হাসপাতলের ডাক্তার, নার্স, অপথালমিক এ্যাসিসটেন্ট, প্রোগ্রাম সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, স্কুলের ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন সংস্থা ও এনজিও প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী বৃন্দ অংশ নেয়।
বিশ^ দৃষ্টি দিবস উপলক্ষে র্যালিসহ বিভিন্ন অনুষ্ঠানে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের পরিচালক(ভারপ্রাপ্ত)ডাঃ নজরুল ইসলাম, সিনিয়র কনসালটেন্ট ও সার্জন ডাঃ মিজানুর রহমান নাসিম, কনসালটেন্ট ডাঃ আরফিয়া মুন্নি, জুনিয়র কনসালটেন্ট ডাঃ শীতেশ চন্দ্র ব্যানার্জি, জুনিয়র কনসালটেন্ট ডাঃ আবুল কালাম আজাদ, সাইটসেভার্সে-এর জেলা সমন্বয়কারী বনফুল চুমকি, দি ফ্রেড হলোজ ফাউন্ডেশনের প্রতিনিধি মোঃ আমিনুর রহমান, ফাইন্যাস অফিসার মোঃ মাইনউদ্দিন, হাসপাতালের পাবলিক রিলেশন অফিসার মীর মিজানুর রহমানসহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন সংস্থা ও এনজিও প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ বছর বিশ্ব দৃষ্টি দিবসের আয়োজন একটু ভিন্ন আঙ্গীকে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ে ছাত্র-ছাত্রীদের জন্য ১টি মাধ্যমিক বিদ্যালয় ও ১টি মাদ্রাসায় বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চোখ পরীক্ষা ও চশমা বিতরন করা হয়। এছাড়াও গরীব অসহায় ব্যাক্তিদের জন্য ৩টি চক্ষু ক্যাম্প ও ১টি শিল্প কলকারখানায় শ্রমিকদের জন্য বিনামুল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উক্ত ক্যাম্পে বিনামূল্যে ছানি অপারেশন সহ চশমা বিতরন করা হয়।