স্থানীয় সংবাদ

ছাত্রনেতা চঞ্চল ছিলেন আদর্শের রাজনীতিতে আপসহীন, অত্যন্ত সাহসী এবং বলিষ্ঠ নেতৃত্বদানের অধিকারী

# স্মরণসভায় নগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন #

খবর বিজ্ঞপ্তি ঃ ছাত্রনেতা ওহিদুজ্জামান চঞ্চল ছিলেন আদর্শের রাজনীতিতে আপসহীন, অত্যন্ত সাহসী এবং বলিষ্ঠ নেতৃত্বদানের অধিকারী উল্লেখ করে খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব ও সাবেক মহানগর ছাত্রদলের সভাপতি শফিকুল আলম তুহিন বলেছেন, চঞ্চলের মৃত্যুর মধ্য দিয়ে বিএনপির রাজনীতিতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা পূরণ হওয়ার নয়। তিনি ছিলেন সেরা সংগঠকদের অন্যতম। ছাত্ররাজনীতির গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে সাংগঠনিক নেতৃত্বের বিচক্ষণতা, দৃঢ়তা ও আপসহীনতা তাকে রাজনৈতিক প্যারামিটারের এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিল। সব স্বৈরশাসনের বিরুদ্ধে তার ছিল বলিষ্ঠ প্রতিবাদী ভূমিকা। শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় বিএনপি কার্যালয়ে সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে খুলনা জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি শহিদ ওহিদুজ্জামান চঞ্চলের ২৬তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ওহিদুজ্জামান চঞ্চল ছিলেন একজন মেধাবী ছাত্রনেতা। ‘৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং ‘৯৬ এর পর হাসিনা বিরোধী আন্দোলনে সাহসী সংগঠক হিসেবে চঞ্চলের ভূমিকা বর্তমান ছাত্রদলের নেতা-কর্মীদের কাছে অনুকরণীয় ছাত্রনেতা। খুলনা অঞ্চলে ছাত্রদলকে বিকশিত করতে এবং কলেজ ছাত্র সংসদগুলির নির্বাচনে ছাত্রদলের ঈর্ষণীয় সাফল্য লাভের পেছনে গুরুত্বপূর্ণ কারিগর ছিল শহিদ ওয়াহিদুজ্জামান চঞ্চল। সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রাজু আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েত, সাবেক সি. সহ সভাপতি আবদুল্লাহ আল সখা, সাবেক সাংগঠনিক সম্পাদক জাবের আলি, মহানগর ছাত্রদলের সাবেক আহবায়ক ইস্তিয়াক আহমেদ ইস্তি, সাবেক সদস্য মাজাহারুল ইসলাম রাসেল, সাবেক সদস্য সরদার মাহিমউল হক, সাবেক সদস্য ইমরান হাসান তুহিন, সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক জুনায়েদ হোসেন মুন্না, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান ইমু, যুগ্ম আহবায়ক নোমান হোসেন, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য হোসাইন ইসমাইল অরিদ, সাকিব রেজা, সানজিদ হাসান রাতুল, জয় জমাদ্দার, সদরথানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান হাফিজ, মুশফিক সালেহিন টিপু, ফজলে রাব্বি, ফারাবি ইসলাম, তামিম খান, রাকিব হাসান, শাহিল শাহারিয়ার, কর্মাস কলেজ ছাত্রদলের নাজের মাহমুদ নিবিড়, মো: তানভীর আহমেদ, আবির শাহারিয়ার আবির, মো: তাহাসিন খান অমি, মো. সাব্বির আহমেদ রনি, মো: ইস্তিয়াক খান রিসাদ, মো. আকাশ খান, তাসিন শাহারিয়ার নির্জন, নাজমুল হাসান রাহাদ, ইয়াসিন আল আরাফাত, মো; নাজমুল হাসান রাহাদ, রিয়াজ হাসান রাব্বি, সাইফুল ইসলাম, মো: মাহিনুর রহমান মাহি, জায়েদ ইসলাম, মো: ওলিদ, ইশান চৌধুরী, ওশিক মোল্ল্যা, জিসান ফারাব্বি, শেখ তাসরিফ, শেখ তারেক হাসান, শেখ উবায়দুর রহমান, জোবায়ের হোসেন, মো: নেহাল হাসান নিলয়, আশরাফুল মল্লিক, নাহিদ হাসান, নাবিল শেখ, আলভী সরকার রিফাত প্রমূখ। সভাপরিচালনা করেন ছাত্রনেতা জুনায়েদ হোসেন মুন্না। সভা শেষে শহিদ ছাত্রনেতা ওহিদুজ্জামানস চঞ্চলের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button