ডেঙ্গু প্রতিরোধ করতে হলে মশা নিধন কার্যক্রমে সফল হওয়ার কোনো বিকল্প নেই
# খুলনা নাগরিক সমাজের দাবী #
খবর বিজ্ঞপ্তি ঃ ডেঙ্গু প্রতিরোধ করতে হলে মশা নিধন কার্যক্রমে সফল হওয়ার কোনো বিকল্প নেই বলে দাবী করেছেন খুলনা নাগরিক সমাজের নেতৃবৃন্দ। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, মশার প্রজনন সময়, স্থান, প্রজননের মাত্রা প্রভৃতি বিবেচনায় নিয়ে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে না পারলে এবং প্রয়োজনীয় জনবল দ্বারা স্থান ও সময় ভেদে প্রয়োজনীয় মানসম্মত ওষুধ ব্যবহার করতে না পারলে মশা নিধন অসম্ভব। মশার বংশ বিস্তার প্রতিরোধে লার্ভা সৃষ্টি হওয়ার জমে থাকা পানি বা অনুকূল পরিবেশ সময়মত ধ্বংস করতে হবে। অন্যথায় ডেঙ্গু এবং মশা বাহিত অন্যান্য রোগ থেকে নগরবাসীকে রক্ষা করা যাবে না। খুলনা মহানগরীতে ডেঙ্গুর প্রকোপ প্রকট আকার ধারণ করার প্রধান প্রধান কারণ আগে থেকে প্রস্তুতি নিয়ে সময়মত লার্ভা সৃষ্টির স্থান ধ্বংস করতে না পারা, জমে থাকা পানি অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা, মানসম্মত প্রয়োজনীয় ওষুধ না ছিটানো, সঠিক বর্জ্য ব্যবস্থাপনার অভাব, নগরবাসীর সচেতনার অভাব, এ ব্যাপারে নগরবাসী এবং কর্তৃপক্ষের উদাসিনতা। ডেঙ্গু তথা মশা বাহিত রোগ এবং মশার উপদ্রব থেকে বাঁচতে পরিকল্পিত উপায়ে স্থায়ী নীতি নির্ধারণ করে একটি চার্টের আওতায় প্রতি বছর পূর্ব থেকেই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে বলে সংগঠনটি মনে করে। এক বিবৃতিতে সংগঠনটির পক্ষে সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডঃ আ ফ ম মহসীন এবং সদস্য সচিব অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার কর্তৃপক্ষকে মশা নিধন কার্যক্রম আরও গতিশীল এবং নগরবাসীকেও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।