স্থানীয় সংবাদ

যশোরের কুরিয়ার সার্ভিসের কর্মচারী কর্তৃক টাকা আত্মসাতের অভিযোগে মামলা

যশোর ব্যুরো ঃ উপশহর এ,জে.আর পার্র্সেল এন্ড কুরিয়ার সার্ভিস লিমিটেড থেকে কর্মচারী কর্তৃক প্রতিষ্ঠানের নগদ ২লাখ ৮৮ হাজার অধিক টাকা আত্মসাতের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। মঙ্গলবার ৫ নভেম্বর দিবাগত গভীর রাতে মামলাটি করেন শহরের আরএন রোডস্থ এ,জে,আর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস লিমিটেড এর এরিয়া ম্যানেজার শরিফুল ইসলাম জনি। মামলায় আসামী করেন, ফরিদপুর জেলার সদরপুর থানার বাড়ি কোলপাড়া,চরবিষ্ণুপুর গ্রামের মৃত ইসাহক প্রামানিকের ছেলে ইমরুল প্রামানিক ওরফে শুভ।
মামলায় বাদি উল্লেখ করেন, গত ২৬ অক্টোবর রাত ৮ টার সময় উপশহর সেক্টর নং ২,প্লট-৫৯ উপশহর হাউজিং ষ্টেট যশোর শাখায় সহকারী পদে কর্মরত উক্ত শুভ ২লাখ ৮৮ হাজার ৩৭০ টাকা আত্মসাত করে। পরবর্তীতে শুভর কাছে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে। উক্ত টাকা চাইলে নানা ভাবে তালবাহনা করছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button