দৌলতপুর জুট প্রেসের সভাপতি প্রার্থী এনায়েত’র মনোনয়নপত্র জমা

স্টাফ রিপোর্টার : দৌলতপুর জুট প্রেস এন্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি প্রার্থী মোঃ এনায়েত হোসেন বিকাল সাড়ে ৩ টায় মিছিল সহকারে তার কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন নিজাম মুন্সী, রিপন হাওলাদার, লতিফ হাওলাদার, বেলাল হোসেন, জাহাঙ্গীর হাওলাদার, ইউনুস খান, কোরবান আলী ও মিলন হোসেন সহ বিভিন্ন প্রেস্ট হাউস ও বিল্ডিং এর শ্রমিক নেতৃবৃন্দ। এ সময় তিনি বলেন জুটবে সে নির্বাচিত হলে সঠিক সময়ে শ্রমিকদের মজুরি কমিশনের ব্যবস্থা করা হবে। এই মরুভূমি অঞ্চল কে মালিকদের সাথে আলোচনা সাপেক্ষে কর্মের ব্যবস্থা করবো।এখানে যেন আবার সেই আগের মত কর্মচাঞ্চল্য ফিরে আসে সে ব্যবস্থা করব।
অপরদিকে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ গোলাম শেখ মিছিল সহকারে রেলিগেট নির্বাচন কমিশনের কার্যালয়ে কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন আব্দুল হাই, শিমুল, নয়ন, ইমরান, রুবেল আসাদসহ বিভিন্ন ফ্রেশ হাউস ও বেলিং এর শ্রমিকগন।