স্থানীয় সংবাদ

খুলনায় আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল উৎসব আজ

স্টাফ রিপোর্টার ঃ খুলনায় আয়োজন করা হয়েছে ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। আজ শনিবার দিনব্যাপী খুলনা অঞ্চলের ওই উৎসবে অংশ নেবে খুলনার ৩টি ও গোপালগঞ্জের একটি বিশ্ববিদ্যালয়। খুলনা জেলা স্টেডিয়ামে ওই উৎসব অনুষ্ঠিত হবে। দ্বিতীয়বারের মতো ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হলেও এবারই প্রথম যুক্ত হয়েছে খুলনা আঞ্চলিক পর্ব। ইতোমধ্যে টুর্নামেন্টের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উৎসবের আমেজে সাজানো হয়েছে পুরো স্টেডিয়াম। সকাল সাড়ে ৮টায় উৎসবের উদ্বোধন করা হবে। খেলায় খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনার নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয় ও খুলনা খান বাহাদুর আহসানউল্লা বিশ্ববিদ্যালয় এবং গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করবে। খুলনা পর্বে ম্যাচ হবে তিনটি। গ্রুপ সেরা দলটি ঢাকায় চুড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পাবে। এর আগে গত বৃহস্পতিবার রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে টুর্নামেন্টের রাজশাহী আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়। সেখানে চারটি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। এ ছাড়া গত সোম ও মঙ্গলবার চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে টুর্নামেন্টের চট্টগ্রাম পর্ব অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার খুলনা আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হওয়ার পর ২৭ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পযন্ত ঢাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে অনুষ্ঠিত হবে ঢাকা আঞ্চলিক পর্ব। চার অঞ্চলের আট দলকে নিয়ে চুড়ান্ত পর্ব শুরু হবে ৫ ডিসেম্বর। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে পাঁচ লাখ টাকা এবং রানারআপ দল পাবে তিন লাখ টাকা পুরস্কার। দ্বিতীয়বারের মতো ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে সারাদেশের ৪২টি বিশ্ববিদ্যালয় নিয়ে অনুষ্ঠিত হচ্ছে। এতে ঢাকার ২৪টি, চট্টগ্রামের ১০টি এবং খুলনা ও রাজশাহীর চারটি করে বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে। টুর্নামেন্ট আয়োজনে রয়েছে প্রথম আলো, আর পৃষ্ঠপোষকতায় রয়েছে ইস্পাহানি গ্রুপ। সম্প্রচার সহযোগি হিসেবে আছে এটিএন বাংলা। খুলনার আঞ্চলিক পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা খুলনা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচায অধ্যাপক মো. হারুনর রশিদ খান, খুলনা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম, খুলনার নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক কানাই লাল সরকার, খুলনা খান বাহাদুর আহসানউল্লা বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার কাজী মোকলেসুর রহমান, খুলনা জেলা ক্রীড়া কর্মকর্তা ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. বকতিয়ার রহমান গাজী, ইস্পাহানি টি লিমিটেডের বিক্রয় ব্যবস্থাপক জোয়ার্দার মিজানুর রহমান, সাবেক জাতীয় দলের ফুটবলার শেখ মো. আসলাম, শেখ জাহাঙ্গীর হোসেন (ছোট জাহাঙ্গীর), দস্তগীর হোসেন নীরা ও মিনা মামুন এবং প্রথম আলোর ক্রীড়া বিভাগের বিশেষ প্রতিনিধি মাসুদ আলম।
খুলনা অঞ্চল (গ্রুপ ডি) ঃ ১ম রাউন্ড ম্যাচ ১২: নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয় বনাম খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়, সময়: সকাল ৯.১৫টা- বেলা ১১.১৫টা। ম্যাচ ১৩: খুলনা বিশ্ববিদ্যালয় বনাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সময় : বেলা ১১টা ৩০মিনিট থেকে বেলা ১টা ৩০মিনিট। ২য় রাউন্ড ম্যাচ ১৪: বিজয়ী (ম্যাচ ১২) বনাম বিজয়ী (ম্যাচ ১৩) সময়: বেলা ২টা৩০-বিকেল ৪টা৩০মিনিট পর্যন্ত।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button