নিউ বসুন্ধরার গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টারঃ নিউ বসুন্ধরার গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে বঞ্চিত গ্রাহকরা। ভুক্তভোগী গ্রাহকদের পক্ষে মোঃ আল আমিন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, আমরা বাগেরহাট জেলার অধিবাসী, আমাদের বাগেরহাট মিঠাপুকুর পাড় কে আলি রোডস্থ আঃ মান্নান তালুকদার বাণিজ্য মন্ত্রণালয়ের জয়েন্ট স্টক থেকে লাইসেন্স করে, যার গভঃ রেজিঃ নং ৮৯১১৪/১০। নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিঃ নামে কোম্পানি খুলে ইসলামী শরীয়া মোতাবেক পরিচালিত মর্মে কোরআন হাদিসের কথা বলে বাগেরহাটের কিছু স্বনামধন্য আলেম ওলামা ও গন্যমান্য ব্যক্তিবর্গকে সামনে রেখে, লভ্যাংশের ৫০ শতাংশ মুনাফা প্রদান, চটকদার বিজ্ঞাপন, পর্যাক্রমে হাজি রিয়াজউদ্দিন মার্কেট, খুলনার এজাক্স জুটমিল ক্রয় এবং উদ্বোধন দেখিয়ে বাগেরহাটের প্রায় বাইশ হাজার গ্রাহকের কাছ থেকে পাঁচশ পঞ্চাশ কোটি টাকা বিনিয়োগ নেয়। গত নভেম্বর’১৮ হতে উক্ত কম্পানির প্রধান কার্যালয়সহ সকল শাখা অফিসের সকল ধরনের লেনদেন বন্ধ করে দেয় এবং পর্যায়ক্রমে অফিস স্টাফদের বেতন, অফিস ভাড়া, বিদ্যুৎ বিল বকেয়া পড়ায় অফিস বন্ধ হয়ে যায়। এহেন পরিস্থিতিতে বাগেরহাটের গ্রাহকদের একটি টিম বাগেরহাটের হেড অফিসে এমডি আব্দুল মান্নান তালুকদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করলে তারা মৌখিক ভাবে একাধিকবার টাকা ফেরত দেয়ার আশ্বাস দেয়। কিন্তু অদ্যবধি পর্যন্ত তার একটিও বাস্তবায়ন করেনি। ফলশ্রুতিতে বিনিয়োগকৃত হাজার হাজার গ্রাহক আজ নিঃস্ব সর্বস্বান্ত। এই কোম্পানিতে বিনিয়োগকারী সদস্যদের একটি অংশ অবসরপ্রাপ্ত চাকরিজীবী ও শ্রমিক। যারা নিজেদের জীবনের শেষ সম্বল বিনিয়োগ করে এখন মানবতার জীবনযাপন করছে। আর্থিক সংকটের কারণে বিনা চিকিৎসায় শত গ্রাহক জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। যারা জীবিত আছে তারা প্রত্যেকে পরিণত হয়েছে একটা জীবন্ত লাশে। কোম্পানির এমডি আব্দুল মান্নান তালুকদার বর্তমান দুদকের দায়েরকৃত মানি লন্ডারিং মামলায় কারাগারে আছে। গ্রাহকদের বিনিয়োগকৃত অর্থের দ্বারা ক্রয়কৃত সম্পত্তি কোম্পানির এমডি আব্দুল মান্নান তালুকদারের মাতা, স্ত্রী, সন্তান, শ্যালক, ভাইসহ কোম্পানির ঊর্ধ্বতন অসাধু কর্মকর্তারা নির্দ্বিধায় বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে এবং এখনো নিচ্ছে, এমডি ও তার আতœীয় স্বজনসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের আচরণে এখন আমরা হতাশ। আমাদের মূলধন হারানোর শঙ্কায় এখন দিশেহারা। গত ২০ নভেম্বর’২৪ জেলা প্রশাসকের মাধ্যমে আইন উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেছি। এই কোম্পানির কার্যক্রম বাগেরহাট খুলনা এবং পিরোজপুর জেলায় বিভিন্ন শাখা অফিসের মাধ্যমে পরিচালিত হতো খুলনা এবং পিরোজপুরের গ্রাহকরাও একই কার্যক্রম সম্পন্ন করেছে। অবিলম্বে নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিঃ বাগেরহাট এই কম্পানিতে রিসিভার নিয়োগ করে হাজার হাজার গ্রাহকের জমাকৃত টাকা ফেরত পাওয়ার ব্যবস্থা গ্রহন করবে। বর্তমান সরকার গণমানুষের আশা-আকাংখার প্রতিক। বর্তমান সরকার সাধারণ মানুষের ভাষা বোঝে এবং কষ্ট দুর্দশা লাঘব করছে। আমার আশাবাদী বর্তমান সরকার নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিঃ এর সদস্যদের কষ্টার্জিত অর্থ ফেরত পেতে সরকার ও প্রশাসন গ্রাহকদের পক্ষে কার্যকারী ভূমিকা নেবেন। রবিবার বিকেলে বাগেরহাট প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী মাঠ কর্মী বেলায়েত হোসেন, আবু সাঈদ মোল্লা, মাওলানা আঃ হাই, মোনায়েম প্রমূখ।