দৌলতপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ঃ নগরীর দৌলতপুরস্থ পাবলা শের-ই-বাংলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে রবিবার দুপুর ২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। স্কুলের প্রতিষ্ঠাতা মোল্যা নজরুল ইসলামের উদ্যেগে ও দৌলতপুর ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের আয়োজনে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ডায়াবেটিস, হাইপ্রেসার, ও মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোঃ মেহেদী হাসান, নিউরো মেডিসিন, বাত, হাটু, কোমড় ব্যাথা ও শিরা রোগ বিশেষজ্ঞ ডাঃ শাহ মোঃ নাকিব উদ্দিন, গাইনী, প্রসূতি ও মহিলা রোগ বিশেষজ্ঞ ডাঃ সানজিদা আফরিন, হৃদরোগ বিশেষজ্ঞ ও মেডিসিনে অভিজ্ঞ ডাঃ সুকান্ত বিশ্বাস মেডিকেল ক্যাম্পে ফ্রি চিকিৎসা দিবেন। আজকের ফ্রি মেডিকেল ক্যাম্পে ডায়াবেটিস, হাইপ্রেসার, হৃদরোগ, থাইরয়েড, হরমোন সমস্যা, অনিয়মিত ঋতু স্রাব, মাসিক বন্ধ জনিত সমস্যা, জরায়ু টিউমার, ওভারিয়ান সিস্ট, জরায়ু সমস্যা, মহিলাদের রক্তক্ষন জনিত সমস্যা, বাচ্চা ধারণে অক্ষম, মহিলাদের স্তন সংক্রান্ত সমস্যা, বাত ব্যাথা, হাটু, কোমড় ও মেরুদন্ডের ব্যাথা, জয়েন্ট ব্যাথা, ঘাড়, পিঠ, গোড়ালী ব্যাথা, হাড় ক্ষয় জনিত বাত, হাত পা অবশ, ঝিনঝিন করা, শিরা রোগ, হাত পা চাবানো /কামড়ানো ও যে কোন ধরণের আঘাত জনিত ব্যাথার ফ্রি চিকিৎসা দেওয়া হবে।