স্থানীয় সংবাদ

শিক্ষার্থীদের আদর্শবান ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে হলে আগে শিক্ষককে আদর্শবান হতে হবে : মাওলানা শাহজাহান আল মাদানী

# খুলনায় মাদরাসা শিক্ষক প্রতিনিধি সম্মেলন #

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মাওলানা শাহজাহান আল মাদানী বলেন, রাসুলের আদর্শ পুরোপুরি মানতে হলে অশান্ত সমাজকে শান্ত করে গড়ে তুলতে হবে। পতিত সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে পালিয়ে গেছে। একটি জাতিকে ধ্বংস করে গেছে। তিনি বলেন, বিসমিল্লাহ শব্দটি বলতে পারে না অথচ তাদের দেওয়া হয়েছে মাদরাসা শিক্ষার মান উন্নয়ন করতে। আসলে তারাতো মাদরাসা শিক্ষা ব্যবস্থাকে বঙ্গোপসাগরে ছুড়ে ফেলেছে। এখন তারা পালিয়ে বেড়াচ্ছে। কোথাও ঠাঁই হচ্ছে না। তিনি বলেন, আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা চাই যেখানে কুরআনের আলো থাকতে হবে। এমন একটি সমাজ ব্যবস্থা চাই সেখানে রাসুলের আদর্শ পুরোপুরি থাকতে হবে। যেই পড়াশোনা করে এসপি-ডিসি হয়ে দেশের মানুষের জন্য কাজ করবে, কুরআন দিয়ে তারা জেলার সকল কাজ পরিচালনা করবে। এমন ব্যক্তিরা ক্ষমতায় আসবে, যারা মসজিদের ইমাম হবে আবার ক্ষমতার মসনদে বসে দেশের কল্যাণে কাজ করবে।
বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদ খুলনা মহানগরীর উদ্যোগে শনিবার (২৩ নভেম্বর) সকালে নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে অনুষ্ঠিত মাদরাসা শিক্ষক প্রতিনিধি সম্মেলন-২০২৪ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
মাদরাসা শিক্ষক পরিষদ খুলনা মহানগরীর সভাপতি অধ্যক্ষ মাওলানা ইদ্রীস আলীর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারি ও ফেনী ফালাহিয়া কামিল মাদরাসা অধ্যক্ষ মুফতী ফারুক আহমদ। বিশেষ অতিথি ছিলেন মাদরাসা শিক্ষক পরিষদের উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান, মাদরাসা শিক্ষক পরিষদের খুলনা মহানগরীর প্রধান উপদেষ্টা অধ্যাপক মাহফুজুর রহমান। মাদরাসা শিক্ষক পরিষদ খুলনা মহানগরী সেক্রেটারি মাওলানা এ এফ এম নাজমুস সউদের পরিচালনায় বক্তব্য রাখেন খুলনা আলিয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মাওলানা মুফতি আব্দুর রহিম সরদার, খুলনা নেছারিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ডি এম নূরুল ইসলাম, মিরের ডাঙ্গা আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা নাসির উদ্দীন মোঃ হুমায়ুন, হাজী আব্দুল মালেক দাখিল মাদরাসার সুপার মাওলানা শাফায়াতুল ইসলাম প্রমুখ। কুরআন তেলাওয়াত করেন মহানগরী ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিক, ইসলামী সংগীত পরিবেশন করেন মাওলানা নুরুল ইসলাম।
প্রধান অতিথি আরও বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড হলে শিক্ষক এর কর্ণধার হবে। শিক্ষার্থীদের আদর্শবান ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে হলে আগে শিক্ষককে আদর্শবান হতে হবে। তিনি বলেন, নিজেদের অধ্যাবসায়ের মধ্যে রেখে শিক্ষার্থীদের পড়াশোনা করাতে হবে। শিক্ষাই জাতির মেরুদন্ড, তাই শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে হবে। যাতে করে মেরুদন্ড সম্পন্ন একটি জাতি গঠন করা যায়। নৈতিকতা শিক্ষাকে আগে প্রাধান্য দিতে হবে।
তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের কথা স্বরণ করে বলেন, আমাদের কলিজার টুকরা ছেলেমেয়েরা ও সাধারণ জনতা বুকের তাজা রক্ত দিয়ে এই নতুন বাংলাদেশ দিয়ে গেছেন। তাদের আত্মদানকে সমুন্নত রাখতে হলে অব্যশ্যই শিক্ষকদের শিক্ষার কারিগর হতে হবে। ক্লাসে ক্লাসে শহীদদের আত্মত্যাগের কথা তুলে ধরতে হবে। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে।
মাদরাসা শিক্ষা ব্যবস্থা ও শিক্ষক পরিষদে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর অবদানের কথা স্বরণ করে তিনি বলেন, কুরআনের পাখি সাঈদী সাহেব আজীবন মাদরাসা শিক্ষার জন্য আন্দোলন করে গেছেন। তিনি আজকে বেঁচে থাকলে অনেক খুশি হতেন। তাকেও পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button