খুলনা জেলা স্টেডিয়ামে অনাকাক্সিক্ষত ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন
খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা জেলা স্টেডিয়ামে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটল প্রতিযোগিতাকে কেন্দ্র করে অনাকাক্সিক্ষত ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সাধারণ শিক্ষার্থীরা। রবিবার (২৪ নভেম্বর) বেলা ২টা৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালকের কার্যালয়স্থ অডিটরিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের শিক্ষার্থী সাজ্জাদুল ইসলাম আজাদ। তিনি বলেন, শনিবার জেলা স্টেডিয়ামে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার ম্যাচ চলাকালে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষার্থী খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর চড়াও হয় এবং গায়ে হাত তোলে। এ ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষার্থী আহত হয়। এমনকি তারা নারী শিক্ষার্থীদের গায়েও হাত তোলে। আহত শিক্ষার্থীরা এখন পর্যন্ত সুস্থ হয়নি। ওই সময়টাতে তারা খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালকের সাথেও খারাপ আচরণ করে। এ ঘটনার পর শনিবার সন্ধ্যা থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফোন করে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বিভিন্নভাবে হুমকি দেয়। এছাড়াও বিশ্ববিদ্যালয় নিয়ে বিভিন্ন মাধ্যমে বাজে মন্তব্য করে। তিনি আরও বলেন, নর্থ ওয়েস্টার্নের শিক্ষার্থীরা আমাকে এবং আজীম ইসলাম জীমকে বিতর্কিত করার জন্য নানাভাবে অপপ্রচার চালাচ্ছে। যেহেতু আমরা খুলনা বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করছি। তাই তারা বিশ্ববিদ্যালয়কে বিতর্কিত করার জন্য আমাদেরকে টার্গেট করেছে। আমরা খবর পেয়েছি, শনিবার রাতে তারা তেঁতুলতলা মোড়ে অবস্থান করে বিশৃঙ্খলার চেষ্টা করেছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, খুলনা বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থীর সাথে খারাপ আচরণ করলে বা হুমকি দিলে আমরা প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেব এবং যারা এর পেছনে ইন্ধন দিচ্ছে, প্রমাণ হাতে পেলেই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন স্থাপত্য ডিসিপ্লিনের শিক্ষার্থী রাতুল হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন মেহেদী হাসান জুবায়ের, ইশরাত মুহাল্লিন, তাহমিদ আলভী, সানজিদা ইসলাম, হাসানুজ্জামান রনি, জিহাদ হাওলাদার, আসিফ খান এবং রাহুল কুমার সরকার।