কেশবপুরের ভাসমান কফি হাউজে ভাংচুর-লুটপাট ও অগ্নি সংযোগের অভিযোগ

কেশবপুর (যশোর) প্রতিনিধি ঃ কেশবপুর উপজেলার সুফলাকাটি ইউনিয়নের আড়খালি নামক স্থানে নিরিবিলি ভাসমান কপি হাউস এন্ড ইকো ট্যুরিজম কফি হাইজ ভাংচুর পূর্বক লুটপাট ও অগ্নি সংযোগের ঘটনা ঘটিয়েছে। শনিবার সন্ধ্যায় দূর্বৃত্তরা পূর্ব শত্রুতার জের ধরে সারুটিয়া গ্রামের রাজিকুল ইসলামের ভাসমান কপি হাউজে ব্যপক ভাংচুর পূর্বক তাতে আগুন ধরিয়ে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে। ভাংচুর অগ্নিসংযোগ ও লুটপাটের সংবাদ পেয়ে সেনা বাহিনী ,একদল পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। কপি হাউস ভাংচুরও লুটপাটের ঘটনায় টিপু বিশ্বাস,শফিকুল ইসলাম টুকু,মহির উদ্দিন গাজী,শাহীনুর বিশ্বাস,শিমুল সরদার,সাইদুল সরদার,জাকির সরদার,মোঃ ইয়ামিন,বাবলু সরদার,কামরুল মোড়ল, মেজবাহ উদ্দীন মিল্টন, বাচ্ছু গাজী, এনামুল হক ঝড়–, তানসেন গাজী,মান্নান মোড়ল, শাহীনসহ ৩০/৩৫জনের বিরুদ্ধে কফিহাউসের মালিক রাজিবুল ইসলাম বাদী হয়ে কেশবপুর থানায় অভিযোগ করেন। কফি হাউজের মালিক রাজিকুল ইসলাম বলেন, হামলাকারীরা আমার কফি হাউজে হামলা চালিয়ে নগদ ১৫ হাজার টাকা, ২ টা ফ্রিজ, একটি কফি মেশিন, ৩ টি ব্লেন্ডার ও কিচেনে এবং অন্যান্য মালামাল ভাংচুর করে আগুন ধরিয়ে দিয়ে ৪ লক্ষ ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করে। একমাত্র আয়ের উৎস্য হারিয়ে রাজিকুল ও তার পরিবার এবং ৪ জন্য কর্মচারীর পরিবার পথে পথে ঘুরে মানবেতর জীবন যাপন করছেন বলে জানান। তিনি এ বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। এব্যপারে জানতে চাইলে কেশবপুর অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) খান শরিফুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেযা হবে।