স্থানীয় সংবাদ
যুব অধিকার পরিষদ সদর থানার আওতাধীন ২১নং ওয়ার্ড কমিটি গঠন

খবর বিজ্ঞপ্তি ঃ আগামী ৩মাসের জন্য খুলনা মহানগর যুব অধীকার পরিষদের আওতাধীন খুলনা সদর থানার ২১নং ওয়াড যুব অধিকার পরিষদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার যুব অধিকার পরিষদ সদর থানার আহ্বায়ক নজরুল ইসলাম ও সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রাজু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মোঃ আল মামুনকে ২১নং ওয়ার্ডের আহ্বায়ক ও মোঃ দেলোয়ার হোসেনেকে সদস্য সচিব করে ১৪ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়েছে। কমিটির অন্যান্য নেতৃত্ববৃন্দ যথাক্রমে যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল চন্দ্র রায়, তোফাজ্জেল হোসেন টিপু, রাজু গাজী, মোহাম্মাদ মানিক, যুগ্ম সদস্য সচিব মোঃ ইয়াছিন হাওলাদার, মোঃ আরিফুল ইসলাম লাবু, মোঃ ইউনুস, মোঃ হেলাল ও কার্য নির্বাহী সদস্য সোহেল তালুকদার, মোঃ শাহাবুদ্দীন, মোঃ সিহাম হাওলাদার ও আব্দুর রহমান।