ফুটপাত দখলদারীদের বিরুদ্ধে কেসিসির মারমুখী অভিযান ঃ ৭৯ হাজার টাকা জরিমানা
# তদ্বির করায় দ্বিগুন জরিমানা #
স্টাফ রিপোর্টার ঃ খুলনা সিটি কর্পোরেশন ফুটপাত অবৈধ দখলদারের বিরুদ্ধে মারমুখী অবস্থান নিয়েছে। সোমবার নগরীতে অভিযান চালিয়ে ১২ প্রতিষ্ঠানকে ৭৯ হাজার টাকা জরিমানা করেছে। দু’ প্রতিষ্ঠানের সম্পদ জব্দ করেছে। কেসিসির এষ্টেট অফিসার গাজী সালাউদ্দীন এ তথ্য জানান। কেসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। কেসিসি সূত্রে জানা যায়, তারা নগরীর ডাক বাংলামোড়, ক্লে রোড, কেডিঘোষ রোড, ষ্টেশন রোড, পিকচার প্যালেস মোড়ে ফুটপাত দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে তারা ষ্টেশন রোড এলাকায় ফুটপাত দখলের দায়ে রাজু আহমেদকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। পাশ্ববর্তী তানভীরকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এ দু’জনকে কেসিসির প্রতিনিধিরা ফুটপাত ছেড়ে ব্যবসা করার জন্য একাধিকবার বলার পরও তারা কর্ণপাত করেনি। ক্লে রোডের হোটেল ব্যবসায়ী মনিরুল ফুটপাত দখল করে তিনটি ফ্রিজ রেখেছে। ফুটপাতের দামি টাইলস নস্ট করেছে। ফ্রিজের মধ্যে রান্না করা ও কাচা খাবার একই সাথে রেখেছে। এসব অপরাধে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ক্লে রোডের শরবত বিক্রেতা আঃ মমিনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ডাকবাংলা মোড়ে নাসির হোসেন প্লাস্টিক রেখে ফুটপাত দখল করেছেন। অভিযানে গেলে তদ্বির করার দায়ে তাকে দ্বিগুন জরিমানা করা হয়। অর্থাৎ তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশেই আরেক প্লাস্টিক সামগ্রী রেখে ফুটপাত দখলের দায়ে ফয়সাল খানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। পাশেই প্লাস্টিক সামগ্রী ফুটপাতে রাখার দায়ে মামুনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ফুটপাতে প্লাস্টিক সামগ্রী রাখার দায়ে সোহাগকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জোড়াগেটস্থ ফার্ণিচার ব্যবসায়ী শাহিনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশ্ববর্তী আরেক ফার্ণিচার ব্যবসায়ী তরিকুলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। পাশেই মটর সাইকেল গ্যারেজ মালিক পাভেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। আরো দু’ দখলদারের মালামাল জব্দ করা হয়। ফুটপাত দখল করে উচু ভিটা অপসারণ করা হয় বলে সাহাউদ্দীন জানান। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।