স্থানীয় সংবাদ

কর্মশালা সফল করতে তিনটি উপ-কমিটি গঠন

# খুলনা বিভাগীয় বিএনপি কর্মশালা ২ ডিসেম্বর #

খবর বিজ্ঞপ্তি ঃ আগামী ২ ডিসেম্বর সোমবার খুলনা প্রেসক্লাব মিলনায়তনে রাষ্ট্র মেরামতে বিএনপি প্রদত্ত ৩১দফা বিষয়ক খুলনা বিভাগীয় কর্মশালা সফলের লক্ষে খুলনা মহানগর বিএনপির যৌথসভা মহানগর আহবায়ক এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, স. ম. আ. রহমান, সৈয়দা রেহেনা ঈসা, অ্যাড. নুরুল হাসান রুবা, কাজী মাহমুদ আলী, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, মুজিবর রহমান, আজিজা খানম এলিজা, ইঞ্জি. নুর ইসলাম বাচ্চু, এম এ জলিল প্রমূখ। সভায় খুলনা বিভাগীয় সফল করতে তিনটি উপ-কমিটি গঠন করা হয়। আপ্যায়ন ও অভ্যর্থনা উপকমিটির সদস্যরা হলেন, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, হাসানুর রশিদ মিরাজ, মুজিবর রহমান, আলী আক্কাস, আজিজা খানম এলিজা, শফিকুল ইসলাম শফি, ইঞ্জি. নুর ইসলাম বাচ্চু ও সজীব তালুকদার। ভেন্যু উপ-কমিটি: কাজী মাহমুদ আলী, বদরুল আনাম খান ও মিজানুর রহমান মিলটন। শৃঙ্খলা উপ কমিটির সদস্যরা হলেন, শের আলম সান্টু, মাহবুব হাসান পিয়ারু, একরামুল হক হেলাল। উল্লেখ্য উক্ত প্রশিক্ষন কর্মশালায় খুলনা বিভাগের ৫শত ৫০জন সদস্য অংশগ্রহন করবেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button