যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন স্থানে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

প্রবাহ ডেস্ক
যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন স্থানে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে স্ব স্ব কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র প্রতিনিধিসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। পুষ্পস্তবক অর্পন শেষে সেখানে সকল শহিদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানোর বিস্তারিত সংবাদ।
পাইকগাছা
পাইকগাছায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এ আলোচনা সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, ওসি সবজেল হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক ও মেডিকেল অফিসার ইব্রাহিম গাজী। ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের জিএম জাকারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা রণজিৎ সরকার, দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওহাব, মাওলানা আবু সাদেক, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ ও শিক্ষার্থী কাজী মুশফিকুর রহমান। এর আগে অনুষ্ঠানের শুরতেই শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
কয়রা
কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বকস, বীর মুক্তিযোদ্ধা এস এম গোলাম রব্বানী, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি মোঃ গোলাম রব্বানী প্রমুখ।
সাতক্ষীরা
দিবসটি উপলক্ষে শনিবার সকালে সাতক্ষীরার কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ছাত্র প্রতিনিধিসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। পুষ্পস্তবক অর্পন শেষে সেখানে সকল শহিদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এরপর জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণু পদ পালের সভাপতিত্বে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। এতে আরো বক্তব্য রাখেন, সাতক্ষীরার পুলিশ সুপার মনিরুল ইসলাম মুনীর, জামায়াত নেতা ও সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, জেলা জামায়াত ইসলামীর আমীর সাবেক উপাধাক্ষ্য শহীদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, সাতক্ষীরা জজ কোটের অতিরিক্ত পিপি এ্যাডঃ আবু বক্কার সিদ্দিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমম্বয়ক ইমরান হোসেন ও নাজমুল হাসান রনিসহ অন্যান্যরা।
কপিলমুনি
দিবসটি এ উপলক্ষে শনিবার সকাল সাড়ে ৮টায় কপিলমুনির বধ্যভূমির স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পাইকগাছা উপজেলা প্রশাসন, থানা, কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, কপিলমুনি (বিনোদগঞ্জ) বণিক সমিতি, কপিলমুনি, হরিঢালী ও লতা ইউনিয়ন বিএনপি’র পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ সাবজেল হোসেন, উপজেলা বিএনপি’র সভাপতি ডাঃ মোঃ আব্দুল মজিদ, পৌর বিএনপি’র আহবায়ক সেলিম রেজা লাকি, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, প্রধান শিক্ষিকা রহিমা আখতার শম্পা, বীরমুক্তিযোদ্ধা শেখ জামাল হোসন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, কপিলমুনি ইউনিয়ন বিএনপি’র সভাপতি শেখ আনোয়ারুল ইসলাম, হরিঢালী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ ইমামুল ইসলাম, যুবনেতা এম আজাদ হোসেন, সাধারণ সম্পাদক সরদার তোফাজ্জেল হোসেন, কপিলমুনি ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সন্তোষ সরকার, আছাদুজ্জামান ময়না, মোঃ আবু মুছা সরদার, বিএম আকিজ, হুরাইয়া বাদশা, সরজিৎ ঘোষ দেবেন, কাশেম জোয়ার্দার, আনিছ বিশ্বাস, আলাউদ্দীন ঢালী, মোঃ নাজমুল গাজী, আবু সুফিয়ান, শহিদুর রহমান, মিলন, সাইফুল, দিপংকর অধিকারী, ছাত্র নেতা আবু জাফর জাহিদ হোসেন, শান্ত হোসেন, মাসুম লিটু, আঃ মজিদ গাজী, শেখ মুন্না, মোঃ শহিদুল ইসলাম, বনি মোড়ল, বিপ্লব দত্ত, মইনুল গাজী, বাবলু মোড়ল, গফ্ফার গোলদার, বাবলু গাজী, ইদ্রিস খান, মোঃ খোকন গাজী, খোকন তপন সরকার, সালাম সানা, নূর ইসলাম সরদার, আমিনুর সানা, ইব্রাহিম সরদার, শান্ত হোসেন সুমন, হাফিজুল সরদার, ফসিয়ার শেখ, শফিকুল গাজী প্রমুখ। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফেরত কামনায় বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।