দেশকে মেধাশূন্য ও পরনির্ভরশীল করতেই পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে

# খানজাহান আলী থানা বিএনপির প্রস্তূতি সভায় – শফিকুল আলম তুহিন #
সাইফুল্লাহ তারেক ঃ খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেছেন দেশকে মেধাশূন্য ও পরনির্ভরশীল করতেই পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বুদ্ধিজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। অথচ মহান বিজয়ের মাত্র দু-দিন আগে ১৪ ডিসেম্বর জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হয়েছে। গতকাল বিকাল ৪ টায় ফুলবাড়ীগেটস্থ দলীয় কার্যালয়ে খানজাহান আলী থানা বিএনপির উদ্যোগে মহানগর বিএনপি ঘোষিত শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস এর কর্মসূচি সফল করাল লক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবু সাইদ হাওলাদার আব্বাসের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন দৌলতপুর থানা বিএনপির সভাপতি এম মুর্শিদ কামাল ও সাধারন সম্পাদক শেখ ইমাম হোসেন। বক্তব্য রাখেন কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হোসেন মিজান, যোগিপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুস সালাম, কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রফিক, যোগিপোল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মীর শওকত হোসেন হিট্টু, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জাহাঙ্গির হোসেন খোকা। বিএনপি নেতা এমদাদুল হক, আতাউর মোড়ল, জাহিদুল ইসলাম, হেলাল শরীফ, এনামুল হাসান ডায়মন্ড। বীর মুক্তিযোদ্ধা আলি আজগার, নজরুল ইসলাম, সাইফুল্লাহ তারেক, মোঃ নাসির উদ্দীন, মারুফ ইসলাম, সবুজ, মোঃ বাবু, খলিলুর রহমান। যুবদল নেতা শহিদুল ইসলাম সোহেল, মেহেদী হাসান বাপ্পি, জুয়েল আল মামুন, আল আমিন হাওলাদার, মাসুম বিল্লাহ, রাসেল,মাহমুদ, হাসান বেগ, আলমগীর, মিজান, সোহেল , শামিম, মোঃ সোহেল, রাকিব, নাজু, মহানগর ছাত্রদল নেতা ইলিয়াজ সরদার ,থানা ছাত্রদলের আহবায়ক মোঃ মাসুম বিল্লাহ,থানা মহিলাদলের আহবায়ক শাম্মি চৌধুরী মলি, শ্রমিকদল নেতা জাহিদ হাসান প্রমুখ।