যশোরে নিখোঁজ ব্যক্তির মরদেহ মেহগনি বাগান থেকে উদ্ধার

যশোর ব্যুরো ঃ যশোর সদরের ফতেপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা মানদে বটতলা এলাকায় একটি বাগান থেকে আব্দুল কাশেম(৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে কোতোয়ালী পুলিশ। শনিবার দুপুরে স্থানীয়রা লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান, কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাকসহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।মৃত আব্দুল কাশেম সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গার গ্রামের বাসিন্দা।মৃতের পরিবার ও স্থানীয়রা জানায়, আবুল কাশেম সাইকলে মিস্ত্রিরির কাজ করতেন। প্রতিদিনি তিনি স্থানীয় হরিদাসের বাগানে যেয়ে বাথরুম শেষ করে গোসল করে বাড়িতে ফিরতেন। গত শুক্রবার সকালে তিনি বাড়ি থেকে কাজের জন্য বের হন। কিন্তু রাতে তিনি বাড়িতে ফেরেননি। বিভিন্ন স্থানে খুজেও তার কোন খবর পাওয়া যায়নি। পরে শনিবার সকালে ওই বাগানে স্থানীয় কয়েকজন লোক পাড়া কুড়াতে যেয়ে কাশমেরে লাশ দেখতে পায়। পরে পরিবারকে খবর দেয়।
স্থানীয়রা আরও জানান, কাশমে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। সর্বশেষ গত কয়েকদিন আগেও তিনি স্টোকে আক্রান্ত হন। এমনকি তিনি কাজ করতেও পারতেন না।কোতোয়ালি থানার অফিসার ইনর্চাজ আব্দুর রাজ্জাক বলনে,লাশ উদ্ধার করা হরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশ ঘটনার রহস্য উৎঘাটনে কাজ করছে।#