স্থানীয় সংবাদ

পাইকগাছায় কলেজ ছাত্রী অপহরণ : দুই সপ্তাহ পর উদ্ধার

পাইকগাছা প্রতিনিধি ঃ পাইকগাছায় থানা-পুলিশ অভিযান চালিয়ে অপহরণ মামলার আসামিকে গ্রেফতার করে অপহৃত কলেজ ছাত্রীকে উদ্ধার করেছে। মঙ্গলবার রাতে ঢাকা জেলার গাজীপুর এলাকা থেকে তাদেরকে উদ্ধার করা হয়। বুধবার সকালে অপহৃতকে ডাক্তারী পরিক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে মেয়ের পিতা বাদী হয়ে মামলা করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক অমিত দেবনাথ জানান, উপজেলার চাঁদখালী ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের আনন্দ মন্ডলের ছেলে সুমন মন্ডল গত ১১ ডিসেম্বর শাহাপাড়া জিরো পয়েন্ট এলাকা থেকে এক কলেজ ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। প্রায় দুই সপ্তাহ খুঁজা খুঁজির পর না পেয়ে থানা পুলিশকে জানায়। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান, উন্নত প্রযুক্তি ব্যবহার করে দুই সপ্তাহ পর গাজীপুর জেলার শ্রীপুর থানা এলাকা থেকে অপহরণ কারীকে গ্রেফতার করে অপহৃতকে উদ্ধার করা হয়। বুধবার সকালে অপহৃতকে ডাক্তারী পরিক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একই দিন অপহরণ কারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button