দৌলতপুরে আ’লীগ নেতাদের হাতুড়ির আঘাতে রক্তাক্ত হলো যুবদল নেতা
স্টাফ রিপোর্টারঃ নগরীর দৌলতপুরে পূর্বশত্রুতার জের ধরে আ’লীগ নেতারা হাতুড়ি পিটুনিতে রক্তাক্ত করলো যুবদল নেতাকে। শুক্রবার সকাল ১০টার দিকে দৌলতপুর দেয়ানা পূর্বপাড়া ভাউন্ডারী রোডে এ ঘটনা ঘটে। আহত শেখ মিজানুর রহমানকে (৩৬) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভিকটিম জানান, তিনি দেয়ানা পূর্বপাড়ার ভাউন্ডারি রোডের শেখ আনোয়ার হোসেনের ছেলে। তিনি ৪নং ওয়ার্ড যুবদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। তিনি নিজ শিশু সন্তানের সাথে বাসা থেকে বের হয়ে দোকানে যাচ্ছিলেন। ভাউন্ডারি রোডে পৌছানো মাত্র আ’লীগ নেতা তুহিন শেখের নেতৃত্বে ১০/১২ জনের একদল দুর্বৃত্ত তার ওপর চড়াও হয়। কোন কিছু বুঝে ওঠার আগেই তারা তাকে হাতুড়ি ও লাঠি দিয়ে বেধড়ক মারপিঠ করে আহত করে। এ সময় তাদের একজনের নিকট আগ্নেয়াস্ত্র ছিল। তার চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এলে দুর্বৃত্তরা দেখে নেয়ার হুমকি দিয়ে এলাকা ত্যাগ করে। পরে এলাকাবাসী মিজানকে উদ্ধার করে খুমেক হাসপাতালে ভর্তি করে। হামলার নেতৃত্বদানকারী তুহিন শেখ ৫নং ওয়ার্ড আ’লীগের যুগ্ম সম্পাদক। এর আগের দিন বৃহস্পতিবার সন্ধ্যায় ভিকটিমের ছোট ভাই আমিনুরকে ভয় ভীতি দেখায় এ চক্রটি। যাতে করে তারা তাদের সম্পত্তিতে না যেতে পারে। দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর আতাহার আলী বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। অভিযোগ দিলে তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।