স্থানীয় সংবাদ

শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ খুলনা জেলা কমিটি পুনর্গঠিত

খবর বিজ্ঞপ্তি ঃ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) খুলনা জেলা কমিটির বৈঠক থেকে জেলা কমিটি পুনর্গঠন করা হয়েছে। ৪ জানুয়ারি বিকাল ৪টায় পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সর্বসম্মতিক্রমে টিইউসি খুলনা জেলা কমিটির সভাপতি এইচ এম শাহাদাৎ এবং জাতীয়তাবাদী শ্রমিক দল খুলনা মহানগর কমিটির আহ্বায়ক মোঃ মজিবর রহমানকে আগামী ৬ মাসের জন্য স্কপ খুলনা জেলা কমিটির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেয়া হয়। বৈঠকের শুরুতে স্কপের কেন্দ্রীয় নেতা, বাংলাদেশের শ্রমিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব এবং টিইউসি কেন্দ্রীয় সভাপতি শহিদুল্লাহ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এক মিনিট নিরবতা পালন করা হয়। অবিলম্বে জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণাসহ সকল সেক্টরের শ্রমিক-কর্মচারীদের ন্যায্য দাবি বাস্তবায়ন করার আহ্বান জানিয়ে বৈঠকে নেতৃবৃন্দ বলেন, শ্রমিকদের উপর নিপীড়ন বন্ধ না করে এবং তাদের ন্যায্য দাবী বাস্তবায়ন না করে কোনভাবেই বৈষম্যমুক্ত রাষ্ট্র নির্মাণ সম্ভব নয়। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত শ্রম অধিকার সংস্কার কমিশনও এই বিবেচনা মাথায় রেখে দেশের প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক সকল সেক্টরের শ্রমিকদের ন্যায্য মজুরি, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও শোভন কর্ম পরিবেশ, ন্যায্য ক্ষতিপূরণ পাওয়ার অধিকার, নারী ও পুরুষের সমকাজে সমমজুরি ইত্যাদি প্রস্তাব করবে এবং সরকার তা বাস্তবায়ন করবে বৈঠক থেকে এই আশাবাদ ব্যক্ত করা হয়। বৈঠক থেকে আগামী ২৫ জানুয়ারি ২০২৫ তারিখ সকাল ১০টায় স্কপের খুলনা বিভাগীয় কনভেনশন খুলনাতে অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়। নেতৃবৃন্দ শ্রমিক শ্রেণীর অধিকার আদায়ে সকল শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে স্কপের আগামীদিনের লড়াই সংগ্রামের সকল কর্মসূচি সফল করার আহ্বান জানান। বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কপের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক শ্রমিক নেতা চৌধুরী আশিকুর আলম। স্কপের খুলনা জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ও জাতীয় শ্রমিক জোট খুলনা জেলা সভাপতি মোঃ খালিদ হোসেনের সভাপতিত্বে বৈঠক আরও উপস্থিত ছিলেন টিইউসি খুলনা জেলা সভাপতি এইচ এম শাহাদাৎ, জাতীয়তাবাদী শ্রমিক দল খুলনা জেলা সভাপতি উজ্জ্বল কুমার সাহা, মহানগর কমিটির আহ্বায়ক মোঃ মজিবর রহমান, সদস্য সচিব শফিকুল ইসলাম, ট্রেড ইউনিয়ন সংঘ খুলনা জেলা সভাপতি নাজিউর রহমান নজরুল, জাতীয় শ্রমিক ফেডারেশন খুলনা জেলা সাধারণ সম্পাদক দেলোয়ার উদ্দিন দিলু, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট খুলনা জেলা সাধারণ সম্পাদক জনার্দন দত্ত নান্টু, বাংলাদেশ লেবার ফেডারেশন খুলনা জেলা সাধারণ সম্পাদক মোসাঃ ডলি, নৌযান শ্রমিক ফেডারেশন খুলনাঞ্চলের কার্যকরী সভাপতি মোঃ ফারুক হোসেন, পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, মুক্ত শ্রমিক ফেডারেশন খুলনা জেলা সহ-সম্পাদক শেখ মোঃ বাদল, বিএফটিইউসি’র খুলনা জেলা নেতা চৌধুরী হাবিবুর রহমান, নৌযান শ্রমিক ফেডারেশন খুলনাঞ্চলের সহসভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট খুলনা জেলা কোষাধ্যক্ষ কোহিনুর আক্তার কনা প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button